আমি জানি তুমি আমায় ভালোবাস না
জানি তুমি আমার চেহারা টা দেখতেও চাও না
জানি আমায় তুমি ঘৃণা কর
কী করবো আমি তুমি বলতো
তোমায় না দেখলে আমি শান্তি পাই না
তোমায় না ভাবলে ঘুম আসে না
তাইতো তোমায় লিখি আমার গল্পের কবিতায়
তোমাকে ঘিরে আমার সকল
স্বপ্নের ছবিটা
ভালোবাসি আমি শুধু তোমায় কবিতা
জানি তুমি আমার চেহারা টা দেখতেও চাও না
জানি আমায় তুমি ঘৃণা কর
কী করবো আমি তুমি বলতো
তোমায় না দেখলে আমি শান্তি পাই না
তোমায় না ভাবলে ঘুম আসে না
তাইতো তোমায় লিখি আমার গল্পের কবিতায়
তোমাকে ঘিরে আমার সকল
স্বপ্নের ছবিটা
ভালোবাসি আমি শুধু তোমায় কবিতা
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ