সকাল তুমি এতো মিষ্টি কেন,
সকাল তুমি ভালোবাসার অনুভুতি জাগিয়ে তোলে,
সবার মাঝে প্রেমীকেরা প্রেমীকা খোজে সকালে
সকাল তুমি এতো মিষ্টি কেন?
সকাল তোমায় কী কেও অতিরিক্ত মধু খাইয়েছিলে
তার কারণে তুমি এতো মধুময়?
সকাল তোমার জন্য পৃথিবীটা এতো মি্স্টি
সকাল তুমি রোজ এসো
আমাদের মাঝে সকালের মধুপূর্ণ ভালোবাসা নিয়ে।।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ