প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : করোনাকালে সরকারের বিধি নিষেধ অমান্য করেন বাড়ি বাড়ি প্রাইভেট পড়িয়ে করোনায় আক্রান্ত হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ীর আশিষ কুমার সাহা নামের এক সহকারী প্রধান শিক্ষক।
আশিষ কুমার সাহা উপজেলার খয়েরবাড়ী মনোমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসানুর হোসেন বলেন, গত ২৬ জুলাই আশিষ কুমার সাহা করোনা পরীক্ষার নমূনা দেন। গত ২৯ জুলাই তার করোনা পজেটিভ আসে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, আশিষ কুমার সাহার করোনা পজেটিভ রিপোর্টটি পাওয়া মাত্র তার বাসা লকডাউন করা হয়েছে। সরকারের বিধি নিষেধ অমান্য করে যারা প্রাইভেট-কোচিং চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ