Header Ads Widget

তাসলিমা মৌ’র প্রেমে এতো জ্বালা [ভিডিও]

 
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী তাসলিমা মৌ’র নতুন মিউজিক ভিডিও ‘প্রেমে এতো জ্বালা’। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিউল আলম রাকিব। কন্ঠশিল্পী তাসলিমা মৌ’র সঙ্গে গানটিতে মডেল হয়েছেন আদর আহমেদ। সিলেটের মনোরম লোকেশনে চিত্রায়তি গানটির চিত্রগ্রাহক ছিলেন বিকাশ সাহা। 

ভিডিওটি পরিচালনা করেছেন সোহাগ খান এসকে। নতুন ভিডিও গান প্রসঙ্গে তাসলিমা মৌ জানান, ‘এই গানটি অনেকটা ফোকধর্মী। গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতদের ছুঁয়ে যাবে।’ 

তাসলিমা মৌ আরো জানান খুব শিগগিরই বাংলাদেশী আইডল চ্যাম্পিয়ন মং এর সঙ্গে তার একটি ডুয়েট গান রিলিজ হবে। এর বাইরে সলো গানেও নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি।

গানের ভিডিও লিংক: https://youtu.be/OKRIAyGQ9D0


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ