Header Ads Widget

মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর আশকোনার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী কমিটি গঠন হয়েছে। আলহাজ্ব মোঃ তাজুল ইসলামকে সভাপতি ও মো: ইদ্রিস আলী মানিককে সাধারণ সম্পাদক নিধারণ করে সম্প্রতি পূনাঙ্গ কমিটি ঘোষনা দেওয়া হয়েছে। 
করোনাকালে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পদ্ধতিতে না গিয়ে সবার সিদ্ধান্তক্রমে সম্প্রতি বর্তমান কমিটিকে আরো দুই বছরের জন্য বর্ধিত করা হয়। মোঃ ইদ্রিস আলী মানিক জানান, মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী কমিটি একটি সুসংগঠিত কমিটি। 
প্রতিবার এখানকার ব্যাবসায়ীদের ভোটে কমিটি নির্বাচত হয়ে আসছে। কিন্তু দেশের করোনা পরিস্থিতিতে বর্তমান কমিটি আরো দুই বছরের জন্য বাড়িয়ে ২০২২ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। এরি মধ্যে কমিটির উদ্যোগে প্রায় ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। 





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English
  
 
Formation of Muktijoddha Shopping Complex Business Committee

Own representative: Muktijoddha Shopping Complex Business Committee has been formed in Ashkona of the capital. Alhaj Md. Tajul Islam has been appointed as the President and Md. Idris Ali Manik as the General Secretary.

The current committee was recently extended for another two years by the decision of all without considering the overall situation of the country during the Coronation period. Md. Idris Ali Manik said, Muktijoddha Shopping Complex Business Committee is a well organized committee.

Every time the committee is elected by the votes of the businessmen here. But in the corona situation of the country, the present committee has been extended for another two years and renewed till 2022. In Eri, food aid has been provided to about 1000 families at the initiative of the committee.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ