Header Ads Widget

জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে মৎস্য ও প্রাণী সম্পদ সচীবের মতবিনিময়সভা



অলিউল হক ডলারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রনালয়ের সচীবের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচীব রওনক মাহমুদ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের এমপি ডাঃ শামিল উদ্দিন আহম্মেদ শিমুল, জেলা প্রশাসক এ.জেড এম নুরুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি খাতুন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান,নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, আদিবাসীনেতা বিধান সিং ও যতীন হেমরম, নাচোল ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
নাচোলে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যহারের প্রতি গুরুত্ব প্রদান করা হয়। সচীব বলেন, প্রয়োজনে মোবাইল কোর্ট জোরদার করা হবে। জনপ্রতিনিধিদের উদ্যেশে বলেন, নিজ নিজ এলাকায় মাইকিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। সন্ধ্যা ৭টার পর কোন ধরনের দোকান পাঠ খোলা রাখা যাবেনা এবং কোন লোক বিশেষ কাজ ছাড়া বাইরে ঘোরাফেরা করলে তাকে আইনের আওতায় আনা হবে। শিক্ষা কর্মকর্তাদের উদ্যেশে বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাশের ব্যবস্থা করতে হবে। 
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট গুলোতে স্বাস্থ্য বিধি মেনে হাট লাগাতে হবে। ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহার করা নিশ্চিত করতে হবে। অনলাইনে গরু কেনা বেচা করার ব্যবস্থা করতে হবে। মতবিনিময় শেষে সচীব উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য চাষীদের মাঝে রেনু পোনা ও মৎস্য খাদ্য বিতরণ করেন। এর আগে তিনি নাচোল উপজেলার বেনীপুর আদিবাসী পাড়ায় আদিবাসীদের মাঝে ও কলিহার হাতিডোবা আবাসন এলাকায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। 
নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময়সভা অলিউল হক ডলার ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় এসোসিয়েশন ফর দ্যা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এইড কুমিল্লার উদ্যোগে বিআরডিবি হল রুমে নাচোল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বাকইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক তৌফিকুর রহমান, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ফতেপুর ইউপির সাবেক সদস্য রিতুফা খাতুন। 
এছাড়া আরো উপস্থিত ছিলেন এইড কুমিল্লার এফও জিএম নুর-এ-আলম, উপজেলা ফ্যাসিলেটেটর পারুল খাতুন, এজাজ আহম্মেদ রানাসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ। বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন পরামর্শ মুলক আলোচনা করা হয়।

 
 
 
 
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
 
                                                                      [Translate English]   
  





Meeting of the Secretary of Fisheries and Animal Resources with the people's representatives, government officials and eminent persons

Oliul Haque Dollar:
The Secretary of the Ministry of Fisheries and Animal Resources held an exchange of views with the people's representatives, government officials and eminent persons at Nachole in Chapainawabganj. Secretary of the Ministry of Fisheries and Animal Resources Raunak Mahmud presided over the discussion at the Upazila Parishad Hall room at 11:30 am on Sunday.


Chapainawabganj-1 (Shibganj) MP Dr Shamil Uddin Ahmed Shimul, Deputy Commissioner AZM Nurul Haque, Upazila Chairman Abdul Quader, Upazila Executive Officer Sabiha Sultana, Nachol Municipal Mayor Abdur Rashid Khan Jhalu, Nachol Upazila Parishad spoke in the open discussion. Vice Chairman Jannatun Naeem Munni, Shibganj Upazila Parishad Vice Chairman Golam Kibria,Women Vice Chairman Shiuli Khatun, former Freedom Fighter Commander Matiur Rahman, Nachol Police Station Officer-in-Charge Selim Reza, Tribal Leaders Bidhan Singh and Jatin Hemram, Nachol UP Chairman Abdus Salam, Kasba UP Chairman Azizur Rahman, Fatehpur UP Panel Chairman Mojibur Rahman and Upazila Administration. Journalists were present.

Emphasis is placed on the use of masks to prevent coronavirus in Nachole. The secretary said the mobile court would be strengthened if necessary. Addressing the people's representatives, he said that public awareness should be increased through miking in their respective areas. No type of shop will be allowed to remain open after 6 pm and any person who goes out without special work will be brought under the law. Education officials said that online classes should be arranged in every educational institution.

On the occasion of the upcoming Eid-ul-Azha, cattle markets should be set up in accordance with the health rules. Buyers need to make sure sellers use masks. We have to make arrangements to buy and sell cows online. After the exchange of views, the Secretary distributed Renu Pona and fish food among the fish farmers on the initiative of the Upazila Fisheries Office. Earlier, he distributed relief items among the tribals in Benipur tribal area of ​​Nachol upazila and among the unemployed destitute in the Hatidoba housing area of ​​Kalihar.

Opinion exchange meeting on prevention of child marriage in Nachole Oliul Haque Dollar মত Opinion meeting on prevention of child marriage has been held at Nachole in Chapainawabganj. Abdur Rahman Manik, General Secretary of Nachol Press Club, presided over the meeting at BRDB Hall Room on Sunday at 10 am under the auspices of Association for the Integrated Development Aid Comilla.

Rajbari High School Headmaster Abdul Latif, Madhabpur High School Headmaster Ataur Rahman, Bakail Girls High School Headmaster Mostafizur Rahman, Golabari High School Headmaster Taufiqur Rahman, Nachol Press Club President Oliul Haque Dollar, Fatehpur UP former member Ritufa Khatun addressed the meeting. .

Also present were AID Comilla FO GM Nur-e-Alam, Upazila Facilitator Parul Khatun, Ejaz Ahmed Rana and other leaders from different areas.
Various counseling on child marriage prevention is discussed.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ