ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে রোববার দিনব্যাপী সরকারি নির্দেশনা অমান্য করা ও মাস্ক না পরার অপরাধে ৪৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করোনা সংক্রমণ রোধে সচেতনতার পাশাপাশি এ জরিমানা আদায় করা হয়। এর অগের দিন স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬ জনকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, রুহুল আমিন ও মংচিংনু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৪৫ জনকে জরিমানা করা হয়। এদের কাছ থেকে বিভিন্ন পরিমানে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেয়ার পাশাপাশি প্রয়োজনে আইন প্রয়োগ করা হচ্ছে। অযথা সাধারণ মানুষ যাতে ঘোরাফিরা না করে সেজন্য বারবার আমরা মাইকিং করে বলে যাচ্ছি। কারণ, এখন খুবই বিপজ্জনক সময়। এই সময়টাতে মানুষকে ঘরে থাকতেই হবে।
এ মাহামারি থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব মেনে চলাফেরা, স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতার কোন বিকল্প নেই। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা, জনসচেতনতায় মাইকিং করা, মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন শুরু করেছেন।
দিনভর আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। এ সময় মাইকিং করে রাস্তায় বিনা কারণে ঘোরাঘুরি না করা এবং সর্বদা মাস্ক পরিধান করারও পরামর্শ দেয়া হয়।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
A mobile court has fined 45 people for not wearing masks
Faisal Azam Apu, Special Correspondent: A mobile court in Chapainawabganj on Sunday fined 45 people for disobeying government directives and not wearing masks. The fines were levied along with awareness campaigns to prevent corona infection by conducting raids in different parts of the city. The day before, 27 people were fined for violating hygiene rules. District Administration Executive Magistrate. Saiful Islam, Ruhul Amin and Manchingnu Marma conducted the mobile court.
During the operation, 45 people were fined for disobeying government instructions. Various amounts of fines have been imposed and collected from them. Saiful Islam, executive magistrate of the district administration, said the administration was in a tough position to control the situation in Corona. In addition to advising people to follow the hygiene rules, the law is being implemented if necessary. We are going to say miking again and again so that ordinary people do not wander around unnecessarily. Because, now is a very dangerous time. People have to stay at home during this time.
There is no alternative to social distance, obedience to hygiene and awareness to save oneself from this epidemic. It may be mentioned that the district administration is in a strict position to stop the spread of corona virus in Chapainawabganj. Due to the sudden increase in corona infection, the district administration has started implementing various programs including intensifying mobile court campaigns, miking in public awareness and distributing masks.
Ignoring the rain of Ashar throughout the day, the executive magistrates of the district administration are working on law enforcement as well as public awareness. At this time it is also advised not to roam the streets without any reason by miking and always wear a mask.
Faisal Azam Apu, Special Correspondent: A mobile court in Chapainawabganj on Sunday fined 45 people for disobeying government directives and not wearing masks. The fines were levied along with awareness campaigns to prevent corona infection by conducting raids in different parts of the city. The day before, 27 people were fined for violating hygiene rules. District Administration Executive Magistrate. Saiful Islam, Ruhul Amin and Manchingnu Marma conducted the mobile court.
During the operation, 45 people were fined for disobeying government instructions. Various amounts of fines have been imposed and collected from them. Saiful Islam, executive magistrate of the district administration, said the administration was in a tough position to control the situation in Corona. In addition to advising people to follow the hygiene rules, the law is being implemented if necessary. We are going to say miking again and again so that ordinary people do not wander around unnecessarily. Because, now is a very dangerous time. People have to stay at home during this time.
There is no alternative to social distance, obedience to hygiene and awareness to save oneself from this epidemic. It may be mentioned that the district administration is in a strict position to stop the spread of corona virus in Chapainawabganj. Due to the sudden increase in corona infection, the district administration has started implementing various programs including intensifying mobile court campaigns, miking in public awareness and distributing masks.
Ignoring the rain of Ashar throughout the day, the executive magistrates of the district administration are working on law enforcement as well as public awareness. At this time it is also advised not to roam the streets without any reason by miking and always wear a mask.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ