Header Ads Widget

শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার সাকিব আল হাসান


ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’ এর গবেষণায় চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ‘ক্রিকভিজ’ এর সঙ্গে যৌথ গবেষণায় এ ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি।

উইজডেনের জুলাই মাসের সংখ্যায় চলতি শতাব্দী অর্থাৎ প্রায় বিশ বছরের পরিসংখ্যান বিবেচনায় সাকিবকে বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি টেস্টেও সাকিব রয়েছেন সেরা দশে, অবস্থান ষষ্ঠ। তবে টি-টোয়েন্টিতে সেরা দশে জায়গা হয়নি বাংলাদেশ দলের এ তারকা ক্রিকেটারের।

যদিও এটিকে সরাসরি ‘সেরা খেলোয়াড়’ হিসেবে চিহ্নিত করেনি উইজডেন ও ক্রিকভিজ। তারা এর নাম দিয়েছে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ অর্থাৎ শতাব্দীর সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। যারা খেলাটিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন, তাদেরকে বাছাই করা হয়েছে।

সে তালিকায়ই ওয়ানডে ক্রিকেটে গত ২০ বছরের দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার হয়েছেন সাকিব। তার ওপরে রয়েছেন শুধুমাত্র ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। দুজনের পয়েন্টের ব্যবধান মাত্র ০.৫! এছাড়া টেস্টে সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন এবং টি-টোয়েন্টিতে রশিদ খান।

টেস্টের সেরা ১০
১/ মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) - ৯৭.৫ পয়েন্ট
২)/ রবীন্দ্র জাদেজা (ভারত) - ৯৭.৩ পয়েন্ট
৩/ স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ৯১.৭ পয়েন্ট
৪/ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) - ৮৯.৬ পয়েন্ট
৫/ শন পোলক (দক্ষিণ আফ্রিকা) - ৮৪.৯ পয়েন্ট
৬/ সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৮৪.২ পয়েন্ট
৭/ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - ৮৩.৯ পয়েন্ট
৮/ রবিচন্দ্রন অশ্বিন (ভারত) - ৮৩.৯ পয়েন্ট
৯/ প্যাট কমিন্স (অস্ট্রেলিয়া) - ৮৩.৩ পয়েন্ট
১০/ শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) - ৮১.০২ পয়েন্ট

ওয়ানডের সেরা ১০
১/ অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) - ২১.৩ পয়েন্ট
২/ সাকিব আল হাসান (বাংলাদেশ) - ২০.৮ পয়েন্ট
৩/ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) - ২০.৬ পয়েন্ট
৪/ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) - ২০.৪
৫/ কেন উইলিয়ামস (নিউজিল্যান্ড) - ১৯.১ পয়েন্ট
৬/ বিরাট কোহলি (ভারত) - ১৮.৯ পয়েন্ট
৭/ শন পোলক (দক্ষিণ আফ্রিকা) - ১৭.১ পয়েন্ট
৮/ হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) - ১৭.১ পয়েন্ট
৯/ নাথান ব্র্যাকেন (অস্ট্রেলিয়া) - ১৭.০ পয়েন্ট
১০/ জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) - ১৬.৯ পয়েন্ট

টি-টোয়েন্টির সেরা ১০
১/ রশিদ খান (আফগানিস্তান) - ৭.১ পয়েন্ট
২/ যশপ্রীত বুমরাহ (ভারত) - ৬.৭ পয়েন্ট
৩/ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ৬.২ পয়েন্ট
৪/ সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) - ৬.২ পয়েন্ট
৫/ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) - ৫.৭ পয়েন্ট
৬/ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৫.৬ পয়েন্ট
৭/ এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) - ৫.৫ পয়েন্ট
৮/ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) - ৫.২ পয়েন্ট
৯/ ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) - ৫.০ পয়েন্ট
১০/ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) - ৫.০ পয়েন্ট




Translate English.




Shakib Al Hasan is the second best cricketer of the century

Shakib Al Hasan has been named the second best ODI cricketer of the century in a study by the biblical cricket magazine Wisden. The Wisden Cricket Monthly published the results in a joint study with cricket statistics analyst firm Creekviews.

In the July issue of Wisden, Shakib has been declared the second best ODI cricketer in the world considering the current century, which is almost twenty years old. Besides, Shakib is also in the top ten in Tests and is in the sixth position. However, the star cricketer of the Bangladesh team did not get a place in the top ten in T20.

However, Wisden and Creekview did not directly identify him as the 'best player'. They named him ‘Most Valuable Player of the Century’, meaning the most valuable player of the century. Those who have had the most impact on the game have been selected.

Shakib has become the second most valuable cricketer in ODI cricket in the last 20 years. He is followed only by England pace bowling all-rounder Andrew Flintoff. The difference between the two points is only 0.5! Besides, Muttiah Muralitharan is on top in Tests and Rashid Khan in T20s.

Top 10 of the test
1 / Muttiah Muralitharan (Sri Lanka) - 97.5 points
2) / Rabindra Jadeja (India) - 97.3 points
3 / Steve Smith (Australia) - 91.7 points
4 / Glenn McGrath (Australia) - 69.6 points
5 / Shaun Pollock (South Africa) - 84.9 points
6 / Shakib Al Hasan (Bangladesh) - 84.2 points
6 / Jacques Kallis (South Africa) - 63.9 points
6 / Ravichandran Ashwin (India) - 63.9 points
9 / Pat Cummins (Australia) - 63.3 points
10 / Shane Warne (Australia) - 61.02 points

Top 10 in ODIs
1 / Andrew Flintoff (England) - 21.3 points
2 / Shakib Al Hasan (Bangladesh) - 20.8 points
3 / Glenn McGrath (Australia) - 20.6 points
4 / AB de Villiers (South Africa) - 20.4
5 / Ken Williams (New Zealand) - 19.1 points
6 / Virat Kohli (India) - 18.9 points
6 / Shaun Pollock (South Africa) - 18.1 points
6 / Hashim Amla (South Africa) - 16.1 points
9 / Nathan Bracken (Australia) - 18.0 points
10 / Jacques Kallis (South Africa) - 18.9 points

Top 10 of T20
1 / Rashid Khan (Afghanistan) - 6.1 points
2 / Yashpreet Bumrah (India) - 6.7 points
3 / David Warner (Australia) - 6.2 points
4 / Sunil Narine (West Indies) - 6.2 points
5 / AB de Villiers (South Africa) - 5.7 points
6 / Chris Gayle (West Indies) - 5.6 points
6 / Evin Lewis (West Indies) - 5.5 points
6 / Lasith Malinga (Sri Lanka) - 5.2 points
9 / Wahab Riaz (Pakistan) - 5.0 points
10 / Quinton de Kock (South Africa) - 5.0 points




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ