Header Ads Widget

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এবং মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। 

শনিবার বেলা ১১টায় জুম সফ্টওয়্যারের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।







নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English
 
 
 
 
 
 

North Bengal International University held an exchange of views through video conference

Press Release: Honorable Chairman of the Board of Trustees of North Bengal International University Prof. Rasheda Khaleq and Hon'ble Vice Chancellor Prof. Dr. Abdul Khaleq exchanged views with all the teachers and officials of the university through video conference.



The meeting was held on Saturday at 11 am through the zoom software. From the meeting important discussions were held on various academic and administrative issues of the university.

The meeting was attended by the heads of departments, coordinators, teachers and officials of various departments including the registrar of the university.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ