Header Ads Widget

চাঁপাইনবাবগঞ্জের নশিপুরে ভাবিকে ধর্ষণের চেষ্টা দেবরের, মামলা দায়ের, ২ আসামী গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামে বেবিয়ারা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিজ দেবরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
 
বেবিয়ারা বেগম নশিপুর গ্রামের মো. শাহাজামালের স্ত্রী ও মোসা. মাহারানীর মেয়ে। ৯ জুন রাত সাড়ে ১০ টার দিকে দেবর মো. মহবুল (২৮) তার ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন। ১ জুলাই সদর মডেল থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলা নং-২।
 
আসামী ৫ জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের মো. জালাল উদ্দীনের ছেলে মো. মহবুল (২৮), মৃত মকবুলের ছেলে জামাল উদ্দীন (৫০), মো. জালাল উদ্দীনের ছেলে মাহাবুল আলী (৩০), মো. জালাল উদ্দীনের ছেলে শাহাবুল আলী (৩৭) ও জালাল উদ্দীনের আরেক ছেলে সাকির আলী (২৫)। 
 
এজাহার সূত্রে জানা গেছে, বেবিয়ারার স্বামী চিকিৎসার জন্য ৬ জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। ঘটনার দিন বাড়িতে বেবিয়ারা ও তার ১২ বছরের মেয়েকে নিয়ে ছিলেন। এ দিন রাত সাড়ে ১০টার দিকে বেবিয়ারার দেবর মহবুল ঘরে ঢুকে জোর করে বেবিয়ারাকে জড়িয়ে ধরে খাটের উপর শুইয়ে পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে মহবুল। 
 
এ সময় বেবিয়ারার চিৎকারে এলাকার রনি, টনিকসহ অনেকে এসে মহবুলকে ধরে ফেলে। পরে বেবিয়ারার শ্বশুর মো. জালাল উদ্দীন, মো. মাহাবুল আলী, মো. শাহাবুল আলী, সাকির আলী এসে আটক মহবুলকে ছাড়িয়ে নিয়ে যায়।এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো, জিয়াউর রহমান পিপিএম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদি বেবিয়ারা বেগম ১ জুলাই জোর পূর্বক ভাবে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও সহায়তা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 
 
তিনি জানান, মামলার পর পুলিশ দ্রুত ৩ নং আসামী মাহাবুল ও ৪ নং আসামী শাহাবুলকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে থানায় মামলা দায়ের করায় বাদি ও স্বাক্ষীগণকে হত্যা ও মামলা তুলে নিতে হুমকি দিয়েছে আসামীর লোকজন। নিরাপত্তার জন্য স্বাক্ষী রনি ও বাদি বেবিয়ারা ৬ জুলাই থানায় দুটি নতুন করে সাধারণ ডায়রী করেন। 
 
নতুন দুটি ডাইরী সূত্রে জানা গেছে, ৪ জুলাই বিকেল ৫ টার দিকে হাসান নামে আসামী পক্ষের লোক বেবিয়ারাকে মামলা তুলে নিতে বলে। না হলে হত্যা করা হবে বলেও হুমকি প্রদান করে। ৫ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে নশিপুর ঘোষপাড়া নদীর ধারে আসামী পক্ষের লোকজন স্বাক্ষী রনিকে স্বাক্ষী হতে নিষেধ করে। স্বাক্ষী দিলে মারপিট ও মামলা দিয়ে জেল খাটারও হুমকি দেয়া হয়। জিডি দুটির নং- ২৮৭ ও ২৮৬।
 
 
 
 
 
 
 
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English 
 
 
 
 
 
 
 
Debor files case against Bhabi for trying to rape her at Nashipur in Chapainawabganj, 2 accused arrested

Faisal Azam Apu, Special Correspondent: A housewife named Babyara Begum (30) of Nashipur village in Baliadanga union of Chapainawabganj Sadar upazila has filed a case against her brother-in-law at Sadar Model Police Station under the Prevention of Violence against Women and Children Act.


Babyara Begum Nashipur village said. Shahjamal's wife and Moses. Queen's daughter. Debor said at 9:30 pm on June 9. Mahbul (26) tried to rape his fiance. On July 1, a case was filed against 5 people at Sadar Model Police Station. Case No. 2.

There are 5 accused, Md. Nashipur village of Baliadanga union of Chapainawabganj Sadar upazila. Jalal Uddin's son said. Mahbul (28), Jamal Uddin (50), son of the late Maqbool, Md. Jalal Uddin's son Mahabul Ali (30), Md. Shahabul Ali, 38, son of Jalal Uddin and Shakir Ali, 25, another son of Jalal Uddin.

According to the statement, the baby's husband was admitted to Rajshahi Medical College Hospital for treatment from June 8. Babyara and her 12-year-old daughter were at home on the day of the incident. On this day, at around 10:30 pm, Mahbool, the brother-in-law of the babysitter, forcibly entered the room, hugged the babysitter, tried to rape her by taking off her clothes lying on the bed.

At that time, many people including Ronnie and Tonic came to the area and grabbed Mahbul. Later, the baby's father-in-law said. Jalal Uddin, Md. Mahabul Ali, Md. Shahabul Ali, Sakir Ali came and took away the arrested Mahbul. In this regard, Officer-in-Charge of Sadar Model Police Station, OC Mohammad Ziaur Rahman told PPM that Sued the law.

He said that after the case, the police quickly arrested the 3rd accused Mahabul and the 4th accused Shahabul. Police are continuing their operation to arrest the remaining accused. Meanwhile, the people of the accused have threatened to kill the plaintiffs and witnesses and withdraw the case as a case has been filed with the police station. Witness Ronnie and plaintiff Babiyara filed two new general diaries at the police station on July 8 for security reasons.

According to two new diary sources, around 5 pm on July 4, a man named Hasan asked Babyara to drop the case. He also threatened to kill if not. At around 8:30 am on July 5, on the banks of the Ghoshpara river in Nashipur, the people of the accused party forbade the witness Rony to be a witness. Witnesses were also threatened with assault and imprisonment. GD No. 27 and 28.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ