Header Ads Widget

গরুর সাথে ধাক্কা খেয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস বিকল

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে গরুর সাথে ধাক্কা খেয়ে বিকল হয়ে যায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি। বৃহস্পতিবার(০৯ জুলাই) দুপুর পৌনে একটার দিকে মাধনাগর ও আত্রাই স্টেশনের মাঝামাঝি বীরকুৎসা এলাকায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুপুরে নলডাঙ্গা উপজেলার বীরকুৎসা এলাকায় গরুর সাথে ধাক্কা খায় ।এতে গরুটি ছিটকে লাইনের পাশে গিয়ে পড়ে ।আর গরুর সাথে ধাক্কা খেয়ে ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফেটে যায়।এতে বিকল হয়ে পড়ে ট্রেনটি।তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি । পরে মেরামত শেষে প্রায় ১৫ মিনিট পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান দুপুর ১ টা ৫০ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে নাটোর অতিক্রম করে ঢাকার পথে চলে যায়।









নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English









The Kurigram Express broke down after colliding with a cow

Ariful Islam, Natore Correspondent: The intercity Kurigram Express train from Kurigram to Dhaka broke down after colliding with a cow in Natore. The incident took place in Birkutsa area between Madhnagar and Atrai stations on Thursday (July 9).


UNO Abdullah Al Mamun of Naldanga Upazila said that the intercity Kurigram Express train from Kurigram collided with a cow in Birkutsa area of ​​Naldanga Upazila at noon. However, the passengers were not harmed. About 15 minutes after the repairs, the train resumed its journey to Dhaka.

Natore Station Master Ashok Chakraborty said the Kurigram Express train crossed Natore safely at 1.50 pm and left for Dhaka.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ