Header Ads Widget

ধামইরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার, প্রচার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে ও তত্বাবধানে অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
‘জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই’ শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে ৯ জুলাই সকাল ১০ টায় উপজেলা সম্প্রসারিত হলরুমে সেমিনারে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। 
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি), নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশ নেন।





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English



Seminar on Skills and Awareness for Overseas Employment held at Dhamairhat

Dhamairhat (Naogaon) Correspondent: A seminar, promotion and press briefing on skills and awareness for foreign employment has been held at Dhamairhat in Naogaon. Upazila Nirbahi Officer Ganapati Roy presided over the meeting organized by Dhamairhat Upazila Administration and funded and supervised by the Ministry of Expatriate Welfare and Overseas Employment.


The chairman of the Parliamentary Standing Committee of the Ministry of Power, Energy and Mineral Resources, Md. Shahiduzzaman Sarkar MP.

Upazila Parishad Chairman Azahar Ali, Vice Chairman Sohail Rana, Assistant Commissioner (Land), Naogaon Technical Training Center Acting Principal. Ohidul Islam, Sub-Inspector Shahidul Islam spoke.

The seminar was attended by officials of various government departments, heads of various educational institutions including schools and colleges, UP chairmen and journalists.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ