Header Ads Widget

চালের দাম বাড়ানোর কোন অবকাশ নেই-খাদ্যমন্ত্রী


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ইতিমধ্যে সরকারী ভাবে ২লাখ মেট্রিক টন চাল কেনা হয়ে গেছে, তাই চালের দাম বাড়ানোর কোন অবকাশ নেই। সরকারী ভাবে ২ টাকা চালের দাম বাড়ালে কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি হবে এটা চিন্তা করার কোন অবকাশ নেই। 

তিনি বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যাবস্থাপনা, ত্রান কার্যক্রম পরিচালনার কাজ তত্বাবধায়ন ও  আইনশৃংখলা পরিস্থিতি বিষযক মত বিনিময় সভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

এসময় চালকল মালিকদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, কৃষি প্রণোদনা ও চালের দাম বাড়ানোর যে চিন্তা করছেন এটা কিন্তু গত বছর করেন নাই। গত বছর যখন কেজিতে ৭ থেকে ৮ টাকা লাভ হয়েছে। ভবিষ্যতে আমাদের ব্যবসা করতে হবে। তাই কোন সময় বেশী লাভ কোন সময় কম লাভ হবে। 

মন্ত্রী বলেন, যেহেতু বছরের শেষ সময়ে চালের দাম বাড়ে নাই, ভরা মৌসুমের ধান উঠে গেছে তাহলে চালের দাম কেন বাড়বে। যদি মনে করেন যে, এতে আমাদের কভার হবে না, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে চাল আমদানি করতে হবে। তখন বলতে পারবেন না যে চাল আমদানি করে আমাদের ক্ষতি হয়েছে। সরকার তো বসে থাকবে না। তাই আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতি করতে চাই না।

খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালকল মালিকদের বলেন এই দুর্যোগময় সময়ে যে সব মিলাররা সঠিকভাবে গুদামে চাল দিবে তাদের তালিকা গুলো আমরা আলাদা করে রাখবো এবং তাদেরকে পরবর্তীতে মূল্যায়ন বেশি করা হবে। তাই সকল মিলারদের সঠিক সময়ে গুদামে চাল দেওয়ার আহবান জানান। 

মন্ত্রী আরও বলেন, করোন ভাইরাসের কারনে যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে তাদের মাঝে সরকার ও নিজ নিজ এলাকার এমপিরা যথেষ্ট পরিমান ত্রান বিতরন করেছেন। সরকারের যথেষ্ট পরিমান ত্রান মজুদ রয়েছে, ত্রানের কোন অভাব নেই। ত্রানের অভাবে এই পর্যন্ত কেউ না খেয়ে থাকে নাই। মন্ত্রী দু:খ প্রকাশ করে বলেন যাদের মাস্ক কেনার সামর্থ রয়েছে তারা কিন্তু মাস্ক ব্যবহার করে না। তাই সকলকে স্বাস্থবিধি মেনে চলে চলার আহবান জানান মন্ত্রী। 

এসময় ভৃমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, বগুড়া সেনানিবাসের ১০ বীর আধিনায়ক লে: কর্নেল সহ সরকারের কর্মকর্তা ও স্বাসবথ্য বিভাগ, খাদ্য বিভাগ, চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




Translate English.




There is no time to increase the price of rice - Food Minister

Raihan Alam, Naogaon Correspondent: Food Minister Sadhan Chandra Majumder has said that 2 lakh metric tonnes of rice has already been purchased by the government, so there is no time to increase the price of rice. There is no reason to think that if the official price of rice is increased by Tk 2, it will increase by Tk 10 per kg.


He made the remarks in a video conference at the Deputy Commissioner's Conference Room on Wednesday afternoon.


At the time, the minister said the purpose of the rice mill owners was to increase agricultural incentives and rice prices, but did not do so last year. Last year when the profit was 6 to 7 rupees per kg. We have to do business in the future.So there will be more profit at any time and less profit at any time.

The minister said since the price of rice did not go up at the end of the year, why would the price of rice go up if the paddy season has gone up. If you think that it will not cover us, then we will be forced to import rice. Then you can't say that we have lost by importing rice. The government will not sit still. So I don't want to harm you with false assurances.

Food Minister Sadhan Chandra Majumder told the rice mill owners that we would keep a separate list of millers who would properly put rice in the warehouse during this disaster and they would be evaluated more later. So he urged all the millers to deliver the rice to the warehouse at the right time.

The minister further said that the government and the MPs of their respective constituencies have distributed adequate relief among the people who have lost their jobs due to the coronavirus. The government has adequate relief reserves, there is no shortage of relief. So far no one was able to send in the perfect solution, which is not strange. The minister lamented that those who can afford to buy masks do not use them. Therefore, the minister urged everyone to abide by the health rules.

Meanwhile, Chairman (Secretary) of the Land Reform Board Yakub Ali Patwari, Deputy Commissioner Md. Harun Aur Rashid, District Awami League President and former MP Abdul Malek, Superintendent of Police Abdul Mannan Mia, 10 heroic officers of Bogra Cantonment Lt. Col. and other government officials and health department. Food department, rice mill owners group leaders and journalists were present.






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ