Header Ads Widget

"রাত পোহালেই ঈদ" ফলে আজই শেষদিন ঘরে ফেরা

ঘরমুখো মানুষের ঢল
রাত পোহালেই ঈদ। ফলে আজই শেষদিন ঘরে ফেরা। আগের বছরগুলোতে সপ্তাহব্যাপী ঘরমুখো মানুষের ভিড় থাকলেও এবার ছিল উল্টোচিত্র। তবে শেষদিনে মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। 

রাজধানীতে মুলত এখন বাস কর্ম ও শ্রমজীবী মানুষের। করোনা ভাইরাসের ছোবলে সব কিছুই লণ্ডঘণ্ড, তবুও পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির আকুতি। তাই প্রিয়জনের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজধানীর ঢাকাবাসী।



শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকেই গাবতলি-যাত্রাবাড়ী এলাকায় মানুষের প্রচণ্ড ভিড় দেখা হযেছে। এছাড়াও ঢাকা থেকে বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা গেছে। বাস-ট্রাক যে যেভাবে পাড়ছেন বাড়িমুখে রওনা দিচ্ছেন।

সকালে গাবতলী এলাকার চিত্র দেখা যায়, রাজধানীর গাবতলী এলাকায় নেমেছে মানুষের ঢল। সবাই যেভাবে পারছেন ছুটছেন কাঙ্ক্ষিত পরিবহনের কাছে। কেউবা ছুটছেন মোটরসাইকেলে করেই। বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী থাকলেও বাস কাউন্টারের কর্মচারীরা বলছেন, যাত্রী অনেক কম। আবার কারও টিকিট বিক্রি সব শেষ। 

রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা গেছে উপচেপড়া ভিড়। এই অবস্থায় যাত্রীরা স্বাস্থ্যবিধি কম মানছেন। এ ছাড়া দেখা গেছে, লঞ্চগুলোও সুযোগ বুঝে বাড়তি যাত্রীবোঝাই করে সময়ের আগেই ছেড়ে যাচ্ছে। তবে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ছাড়া কাউকে টার্মিনালে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।



এছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি সার্ভিস চালু হওয়ায় এসব ঘাটমুখো মহাসড়কে ঘরেফেরা মানুষের ঢল নেমেছে। চাপ বাড়ছে ফেরি ঘাটে। পারাপারের সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। 

আগের দুইদিন ফাঁকা থাকলেও ঈদযাত্রায় শিল্পাঞ্চল আশুলিয়ার একাধিক স্থানে মাত্রাতিরিক্ত যানজট দেখা গেছে। এতে আশুলিয়া থেকেই ভোগান্তিতে রয়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড থেকে জিরানী পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার, তারপর একটু গতি পেলেও নন্দনপার্ক থেকে চন্দ্রা পার হয় কালিয়াকৈর রেলস্টেশন পর্যন্ত যানজট রয়েছে।




নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

   [Translate English]





As a result of "Raat Pohalei Eid", today is the last day to return home

Eid is at midnight. As a result, today is the last day to return home. In previous years, there was a crowd of homebound people for weeks, but this time it was the other way around. However, on the last day, the number of people returning home has decreased on the highways.

The capital is now mainly inhabited by working and working people. Everything is ruined by the corona virus, but the urge to share the joy of Eid with the family. So the people of Dhaka have left for their loved ones.

A huge crowd of people has been seen in the Gabtali-Jatrabari area since early morning on Friday (July 31). Crowds of people have also been seen on various roads from Dhaka. The bus-truck is heading home the way you are driving.

In the morning, the image of Gabtali area can be seen, people have descended in Gabtali area of ​​the capital. Everyone is running as fast as they can to the desired transport. Someone is running on a motorcycle. Although there are passengers waiting at the bus terminal, the bus counter staff says there are very few passengers. Again selling someone’s tickets is all over.

Upachepra crowd was seen at the launch terminal of Sadarghat in the capital. In this situation, the passengers are not following the hygiene rules. In addition, it has been seen that the launches are also leaving ahead of time with additional passengers. However, following the government instructions, the police are not allowing anyone to enter the terminal without a mask.

In addition, with the introduction of ferry service on Paturia-Daulatdia, Kanthalbari-Shimulia routes, the number of people returning home has decreased on these ghat-facing highways. The pressure is increasing at the ferry terminal. Social distance is not being observed during crossing.

Although the previous two days were empty, excessive traffic jams were observed at several places in the industrial area of ​​Ashulia during the Eid procession. The passengers of North Bengal are suffering from this from Ashulia.

It can be seen on the ground that there is a traffic jam on the Nabinagar-Chandra highway from Dendabar Pallividyut bus stand to Jirani for about 9 km, then after crossing the Chandra from Nandan Park to Kaliakair railway station.




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ