Header Ads Widget

র‌্যাব-৫ এর অভিযানে মাদকদ্রব্য বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ০৪ জুলাই ২০২০ তারিখ বিকাল ০৩ টা ০৫ মিনিটে রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন রাজিয়া কমিউনিটি সেন্টার এর সামনে অপারেশন পরিচালনা করে মহানগরী মতিহার থানার খোজাপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ মামুন (৩২) কে মাদকদ্রব্য বিয়ারসহ গ্রেফতার করেছে। 

মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৩২) দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার অবৈধ মাদকদ্রব্য জানা সত্ত্বেও বৈধ লাইসেন্স ব্যতিত অবৈধভাবে সংগ্রহ করিয়া  বিক্রয় করিয়া আসিতেছে। অদ্য ০৪ জুলাই ২০২০ তারিখ বিকাল আনুমানিক ০৩ টার সময় মাদক ব্যবসায়ী মোঃ মামুন মাদকদ্রব্য বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন রাজিয়া কমিউনিটি সেন্টার এর সামনে অবস্থান করছিল। 

ঐ সময় র‌্যাবের একটি অপারেশন দল ডিউটি করাকালে গোপন সংবাদে জানতে পারেন একজন ব্যক্তি মাদকদ্রব্য বিয়ার বিক্রয়ের জন্য রাজিয়া কমিউনিটি সেন্টার এর সামনে অবস্থান করছে। অপারেশন দলটি গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন রাজিয়া কমিউনিটি সেন্টার এর সামনে অপারেশন পরিচালনা মাদক ব্যবসায়ী মোঃ মামুন (৩২) কে আটক করে। 

ঐ সময় ০১ টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর রক্ষিত ২০ ক্যান বিয়ার এবং তাদের দেহ তল্লাশিকালে ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড উদ্ধার করে। পরবর্তীতে একই তারিখে উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। 





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন..
  Translate English





01 drug dealer including drug beer arrested in RAB-5 operation

Press Release:
Based on the intelligence information, an operation team of RAB-5, CPSC, Rajshahi, Mollapara Camp conducted an operation in front of Razia Community Center under Rajshahi Mahanagar Shahmakhdum Police Station on 04 July 2020 at 03:05 pm. Md. Mamun (32) was arrested with drugs and beer.


Drug dealer Md. Mamun (32) has been collecting and selling beer illegally for a long time despite knowing that it is an illegal drug without a valid license. Today, 04 July 2020, at around 3 pm, drug dealer Md. Mamun was standing in front of Razia Community Center under Rajshahi Metropolitan Shahmakhdum Police Station for the purpose of selling drug beer.

At that time, while an RAB operation team was on duty, they came to know in secret news that a person was standing in front of Razia Community Center to sell narcotic beer. The operation team arrested drug dealer Md Mamun (32) in front of Razia Community Center under Rajshahi Metropolitan Shahmakhdum Police Station on the basis of secret information.

At that time, 20 cans of beer kept in 01 plastic bag and 01 mobile phone and 02 SIM cards were recovered from their body. Later on the same day, a case was filed against the accused under the Narcotics Control Act at Rajshahi Metropolitan Shahmakhdum Police Station.











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ