Header Ads Widget

আদিবাসীদের উন্নয়ন সহায়তায় সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :  ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলার ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, রুবেল ইসলাম প্রমুখ।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিদ্বয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ