Header Ads Widget

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও করোনা উপলক্ষ্যে নওগাঁয় সমাজের অসহায় দুঃস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ও করোনায় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার ডাকে সারা দিয়ে দীর্ঘ ৪ মাস যাবত সমাজের অসহায় দুঃস্থ মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়ে ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত স্থাপন করছেন, নওগাঁর পৌরসভার সেনাবাহিনীর মেডিকেল কোরের (অবঃ) সেনা সাজেন্ট ডাঃ এমদাদুল হক। 
প্রতিদিন তার নিজ অর্থায়নে শহরের আরজী নওগাঁ মহল্লায় নিজ বাড়ীতে শতাধিক রোগীকে এই সেবা দিয়ে যাচ্ছেন।  শুক্রবার সকালে এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দীন খান টিপু, বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ আলম প্রমুখ। 
ডাঃ এমদাদুল হক জানান, মুজিব বর্ষ ও করোনায় প্রধান মন্ত্রী ডাকে সাড়া দিয়ে সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যতদিন করোনা থাকবে ততদিন এই সেবা দিয়ে যাব। তাকে আর্থিক সহযোগিতা করেন, তার পুত্র লন্ডণ প্রবাসী ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবু সায়েম তাপস, মেয়ে ব্যাংক কর্মকর্তা তাপসী রাবেয়া ও স্ত্রী শাহীন এমদাদ। তাকে সহযোগিতা করেন, এলাকার ৩১৩ জনের একটি ভলিনটিয়ার গ্রুপ।
Translate English/ ইংরেজি অনুবাদ পড়ুন...
Distribution of free medical services and medicines to the needy and destitute people of Naogaon on the occasion of Bangabandhu's birth centenary and corona

Raihan Alam, Naogaon Correspondent: On the occasion of the birth centenary of Bangabandhu and at the call of Prime Minister Sheikh Hasina in Corona, he has been setting an exceptional religious example by providing free medical services and free medicine to the needy people of the society for 4 months. Emdadul Haque.


Every day, at his own expense, the city's RG is providing this service to hundreds of patients at his home in Naogaon mahalla. Heroic freedom fighter Hafizur Rahman Khan, district truck transport owner group president Salah Uddin Khan Tipu, prominent social worker Morshed Alam and others were present on Friday morning.

Dr. Emdadul Haque said, Mujib is responding to the call of the Prime Minister in the year and Corona, standing by the helpless and miserable people of the society and providing medical services. I will go through this service as long as there is no corona. He was financially supported by his son Alhaj Abu Sayem Taposh, a London expatriate engineer, his daughter Tapsi Rabia, a bank officer, and his wife Shaheen Emdad. He was assisted by a group of 313 volunteers from the area.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ