প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। শনিবার দুপুরে বাকির মোড় ও মিঠুর মোড় এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক খোঁজ খবর নেন এবং কাজের মান যথাযথভাবে বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।
৬নং ওয়ার্ডের অলিগলির রাস্তা ও ড্রেন নির্মাণের কারণে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তার সমস্যা দূর হচ্ছে। এজন্য খুঁশি এলাকার বাসিন্দারা। পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান টুকু।
তিনি জানান, বাকির মোড় ও মিঠুর মোড় এলাকা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রের সামনের রাস্তাসহ বিভিন্ন অলিগলির রাস্তার নিচু ও প্রস্তুত ড্রেন না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি মেয়র মহোদয়কে জানালে তিনি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের নির্দেশ দেন। এই কাজের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন এলাকাবাসী।
রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ জানান, ৬নং ওয়ার্ডে ১১৫০ মিটার ড্রেন, ৯৮৮ মিটার সিসি রাস্তা, ৩৬০ মিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হবে। ইতোমধ্যে ৪০০ মিটার রাস্তা, ৩৫০ মিটার ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য কাজ চলমান আছে।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English
Mayor Liton inspecting road and drain construction work
Press Release: Road and drain construction work is underway in Ward 8 of Rajshahi City Corporation. Hon'ble Mayor of Rajshahi City Corporation AHM Khairuzzaman Liton inspected the road and drain construction work at Bakir Mor and Mithur Mor areas on Saturday noon. At this time, the mayor took stock of the progress of the construction work and instructed to complete the work quickly while maintaining the quality of the work properly.
Prolonged waterlogging and road problems are being eliminated due to construction of roads and drains in the alleys of Ward No. 6. That is why the residents of Khushi area. Ward 7 Councilor Md. Nuruzzaman Tuku was with the mayor during the visit.
He said the rest of the turn and Mithur turn area, the road in front of the Rajshahi Training Center of the Bangladesh Power Development Board and various alleys have low and ready drains due to lack of drainage in the rain. The locals have suffered. When the matter was reported to the mayor, he directed the construction of drains and roads. Through this work, the locals are getting relief from the long suffering.
Rajshahi City Corporation Deputy Assistant Engineer Prabhat Krishna said 1150 meters of drain, 96 meters of CC road and 360 meters of carpeting road will be constructed in Ward No. 6. Work on 400 meters of road and 350 meters of drain has already been completed. Other work is ongoing.
Press Release: Road and drain construction work is underway in Ward 8 of Rajshahi City Corporation. Hon'ble Mayor of Rajshahi City Corporation AHM Khairuzzaman Liton inspected the road and drain construction work at Bakir Mor and Mithur Mor areas on Saturday noon. At this time, the mayor took stock of the progress of the construction work and instructed to complete the work quickly while maintaining the quality of the work properly.
Prolonged waterlogging and road problems are being eliminated due to construction of roads and drains in the alleys of Ward No. 6. That is why the residents of Khushi area. Ward 7 Councilor Md. Nuruzzaman Tuku was with the mayor during the visit.
He said the rest of the turn and Mithur turn area, the road in front of the Rajshahi Training Center of the Bangladesh Power Development Board and various alleys have low and ready drains due to lack of drainage in the rain. The locals have suffered. When the matter was reported to the mayor, he directed the construction of drains and roads. Through this work, the locals are getting relief from the long suffering.
Rajshahi City Corporation Deputy Assistant Engineer Prabhat Krishna said 1150 meters of drain, 96 meters of CC road and 360 meters of carpeting road will be constructed in Ward No. 6. Work on 400 meters of road and 350 meters of drain has already been completed. Other work is ongoing.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ