Header Ads Widget

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে সাপের কামড়ে নূরজাহান বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন)সদর উপজেলার নারায়নপুর বাবলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নুরজাহান একই গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
 
নাটোর আধুনিক সদর হাসপাতালে আর এম ও ডাঃ মাহাবুব আলম জানান, নুরজাহান বেগম বাড়ির আঙ্গিনা পরিস্কার করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। 
 
সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেবার পরামর্শ দেন। এরপর নূরজাহান বেগমকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
 
 
Translate English.
 
 
 
The housewife died from a snake bite

Ariful Islam, Natore Correspondent:
A housewife named Nurjahan Begum died after being bitten by a snake in Natore. The incident took place at Narayanpur Bablatla village in Sadar upazila on Tuesday (June 30). The deceased Nurjahan was the wife of Mamun Hossain of the same village.


Dr Mahabub Alam, RMO of Natore's Modern Sadar Hospital, said Nurjahan Begum was bitten by a poisonous snake while cleaning her yard. The family members brought him to the Sadar Hospital.

When his condition deteriorated there, doctors advised him to be taken to Rajshahi Medical College Hospital. Then Nurjahan Begum died on the way to Rajshahi.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ