Header Ads Widget

আমের পাশাপাশি তালের শাঁস খেয়ে মন ভরে যায়


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চলছে মধূমাস। এই মাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হরেক রকমের সুস্বাদু ফল। ফলের তালিকায় রয়েছে, আম, জাম, কাঁঠাল, লিচু ছাড়াও অন্যতম আরেকটি ভিন্নধর্মী ফল তালের শাঁস। তাল ফলের নরম অংশটি খুবই সুস্বাদু। গ্রাম্য ভাষায় এটি “তালকুর” বা "তালপানি" নামে বেশি পরিচিত। প্রচন্ড গরমে তালের এই শাঁসটি শহর ও গ্রামের মানুষের কাছে খুবই প্রিয়। 

 বর্তমানে শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন অলিগলিতে এই মৌসুমী ফল তালের শাঁস বিক্রির বেড়ে গেছে। অনেক মৌসুমী ব্যবসায়ীরা তাল গাছ থেকে অপরিপক্ক তাল ফল পাইকারী কিনে এনে কেটে কেটে বিভিন্ন দামে বিক্রয় করে। তবে নরম অবস্থায় তাল শাঁসের দাম অনেক বেশি। কিন্তু দিন যতই যেতে থাকে এই তাল শাঁস ততই শক্ত হতে থাকে। তখন শাঁসের দাম কমতে থাকে এবং এক সময় তাল পরিপক্ক হয়ে গেলে তখন আর এই শাঁস খাওয়া সম্ভব হয় না। 

ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওই খানেতে বাস করে কানা বগীর ছা’ গাঁয়ে এখন বকের ছানা থাক বা না থাক, চাঁপাইনবাবগঞ্জর জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকার তালগাছ গুলোতে কিন্তু কচি তালে ভরে আছে। মধুমাসের এ ফলকে কেউ বলে তালের শাঁস, কেউ বলে তালকুর, কেউ বলে তালের আটি আবার কেউ বলে তালপানি। গরমের মধ্যে তৈলাক্ত খাবারের চেয়ে তালের শাঁস অনেক উপকারী। এর রয়েছে অনেক গুণাগুণ। তাই জৈষ্ঠ্যের এ মধুমাসে বাজারে নানা ফল ওঠলেও চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় হয়ে ওঠেছে তালের শাঁস। 

গ্রীষ্মের এই দিনে বরেন্দ্র এলাকার তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার। তাই সবার হাতে পোঁছে যায় কঁচি তালের শাঁস। মঙ্গলবার (৩০ জুন) সকালে বড় ইন্দারা মোড়ে গিয়ে দেখা যায়, দেদারশে বিক্রি হচ্ছে তালের শাঁস, বর্তমানে এর চাহিদা অনেক বেড়েছে। দেখা যায়, বিক্রেতা তাল শাঁস কেটে সারতে পারছে না, ক্রেতারা দাড়িয়ে রয়েছে শাঁস নিতে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গৃহস্তদের গাছের তালের শাঁস যাচ্ছে পার্শ্ববর্তী জেলাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। শিশু সহ সকল বয়সী লোকের মধ্যে এই তালের শাঁসের কদর দিন দিন বেড়েই চলেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই তাল গাছ রয়েছে। 

নাচোল উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, তাল গাছে'র কোন পরিসংখ্যান জানা নেই। নাচোল উপজেলার ইউএনও সাবিহা সুলতানা বলেন, নাচোল উপজেলায় বজ্রপাত প্রতিরোধে তাল গাছ ছাতি হিসেবে কাজ করছে। তিনি বলেন, প্রতিবছর রাস্তার ধারে তাল বীজ রোপণ করা হবে। জেলা ও উপজেলার বিভিন্ন হাট-বাজার, বাসস্ট্যান্ড ও অলি-গলিতে তালের শাঁস বিক্রি করে অনেক হতদরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মোড়ে বিক্রেতা আবুল আসাদ ও শরীফ আহম্মেদ জানান, তিনি প্রতি বছরই এ সময়ে তালের শাঁস বিক্রি করে সংসার চালান। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে তাল ক্রয় করে গাছ থেকে পেরে এনে শাঁস বিক্রি করেন। 

তবে গাছে ওঠে, বাঁধা ধরে পাড়া সবচেয়ে কষ্টকর। বৈশাখ থেকে জৈষ্ঠ্যের অর্ধেক পর্যন্ত এ দেড় মাস চলবে তালের শাঁস বিক্রির কাজ। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ শাঁস বিক্রি করা যায়। একটি শাঁস আকার ভেদে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি করছি। এতে তার প্রায় ৪শ থেকে ৫শ টাকা লাভ হয়। তালের শাঁস বিক্রি করে চারজনের সংসার ভালই চলছে। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় ক্রেতা সাইফুল জানান, তালের শাঁস একটি সুস্বাদু ফল। গরম থেকে এসে তালের শাঁস খেয়ে ভালই লাগে মনটা জুড়িয়ে যায়। ফলে এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। 

তবে তাল গাছ এক পায়ে দাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, কবির সে কবিতার মতো সারি সারি তাল গাছ রাস্তার দু'ধারে এমন দৃশ্য আর চোখে পড়েনা। কালের বিবর্তনে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার তাল গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। এক সময় মানুষ সখ করে বাড়ির পাশে কিংবা রাস্তার ধারে তালের বীজ বপন করতো। কিন্তু এখন আর তা চোখে পড়ে না। ক্রেতা আরিফ হোসেন বলেন, আমি প্রায়ই বাড়িতে খাওয়ার জন্য এই তালের শাঁস কিনে নিয়ে যাই। মধূমাসের অন্যান্য ফলের তুলনায় এই শাঁস পরিবারের সকল সদস্যদের কাছে খুবই জনপ্রিয়। 

এটি নরম ও সুস্বাদু। সব বয়সের মানুষ এটি সহজে খেতে পারে। তুলনামূলক ভাবে এর দামও হাতের নাগালে। কিন্তু এই শাঁস বেশি দিন পাওয়া যায় না। তবে দিন দিন এই শাঁসের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তালের শাঁসের পুষ্টি গুণ সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল বলেন, তালের শাঁস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দুর করে। 

এছাড়া, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি, সি, সহ নানা ধরনের ভিটামিন রয়েছে। তালে থাকা এন্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কচি তালের শাঁস রক্তশূন্যতা দূর করে। চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়।




 Translate English.




In Chapainawabganj, eating mango as well as palm shells fills the mind

Faisal Azam Apu, Special Representative:
Honeymoon is going on. One of the specialties of this month is the variety of delicious fruits. The list of fruits includes mango, blackberry, jackfruit, litchi and palm kernel. The soft part of the palm fruit is very tasty. In the vernacular it is better known as "talkur" or "talpani". In extreme heat, this palm shell is very popular among the people of town and village.


At present, the sale of this seasonal fruit palm kernel has increased in various alleys of the village starting from the city. Many seasonal traders buy immature palm fruits from palm trees in bulk and cut them and sell them at different prices. However, the price of soft shell is much higher. But as the days go by, the palm shells become harder and harder. Then the price of the shell goes down and once the palm matures, it is no longer possible to eat the shell.

It can be seen that there is a palm tree, that is our village, there is a place where there is a deer cub in Kana Bagir Chha village or not, there are palm trees in different areas of every upazila of Chapainawabganj district but there are young palms. Some people call this honey fruit palm shell, some call it talkur, some call it palm kernel and some call it palm water. Palm shells are much more beneficial than oily foods in hot weather. It has many qualities. So in this honeymoon of Jaishtha, even though various fruits are grown in the market, palm shells have become popular in Chapainawabganj.

On this summer day, palm kernels are a very popular dish in the Barind region. So the palm shells reach everyone's hands. On Tuesday (June 30) morning, it was seen that palm shells are being sold in Dedarash at Bara Indira intersection, now the demand for it has increased a lot. It can be seen that the seller is not able to cut the palm shell, the buyers are standing to take the shell.

It has been learned that the palm shells of the trees of the householders of Nachol upazila of Chapainawabganj district are going to the remote areas of the country including the surrounding districts. The value of this palm shell is increasing day by day among people of all ages including children. There are palm trees in almost every village of the upazila.

The agriculture officer of Nachol upazila said that no statistics of palm trees are known. Sabiha Sultana, UNO of Nachol Upazila, said that palm trees are working as umbrellas to prevent lightning in Nachol Upazila. He said palm seeds would be planted along the road every year. Many extremely poor people are making a living by selling palm shells in different hat-bazaars, bus stands and alleys of the district and upazila.

Abul Asad and Sharif Ahmed, vendors at the Bara Indira intersection in the Chapainawabganj municipal area, said they run the household by selling palm shells at this time every year. In the rural areas, he buys palms from the trees and sells the shells.



However, climbing trees, laying tied is the most difficult. The work of selling palm shells will continue from Boishakh to half of Jaistha. About 200 to 250 shells can be sold every day. I am selling a shell at 5 to 10 rupees depending on the size. It earns him about 400 to 500 rupees.

The family of four is doing well by selling palm shells. Buyer Saiful said in Sonamasjid Zero Point area of ​​Shibganj upazila, palm kernels are a delicious fruit. It feels good to come from the heat and eat palm shells. As a result, the demand is increasing day by day.



However, the palm tree stands on one foot, leaves all the trees and rises in the sky.

In the evolution of time, palm trees in different areas of Nachol Upazila are getting lost day by day. At one time people used to sow palm seeds near their houses or on the side of the road. But now it is no longer visible. Buyer Arif Hossain said, "I often buy these palm shells to eat at home." Compared to other fruits of the honeymoon, these shells are very popular with all members of the family.

It is soft and delicious. People of all ages can eat it easily. Its price is relatively affordable. But these shells are not available for long. However, the popularity of this shell is increasing day by day. Chapainawabganj Civil Surgeon Dr. about the nutritional value of palm shells. Zahid Nazrul said, palm kernel is a very beneficial fruit for the body. On hot days, the aqueous part of the palm shell removes the water vacuum.

In addition, there are a variety of vitamins, including calcium, vitamins A, B, C. The antioxidants in the rhythm increase the body's resistance to disease. The shell of the young palm eliminates anemia. Increases eyesight and appetite.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ