Header Ads Widget

পদত্যাগ করলেন ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ক্যাবিনেট সেক্রেটারি মার্ক সেডউইল পদত্যাগ করেছেন। খবরটি ব্রিটেনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তিনি রবিবার (২৮ জুন) রাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো এক চিঠিতে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে তার এই পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।


একইসঙ্গে এটাও জানানো হয় যে সেডউইল ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি এবং সিভিল সার্ভিসের প্রধানের পদ থেকেও পদত্যাগ করবেন। তিনি আগামী সেপ্টেম্বর নাগাদ ক্যাবিনেট সেক্রেটারি থেকে সরে দাঁড়াবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন সেডউইলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পাশাপাশি ব্রেক্সিট বিষয়ক ব্রিটিশ প্রধান আলোচন ডেভিড ফ্রস্ট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সেডউইলের স্থলাভিষিক্ত হবেন বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর মাত্র একদিন আগেই প্রধানমন্ত্রী জনসন তার মন্ত্রিসভায় রদবদল করতে চান বলে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরই পদত্যাগ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব মার্ক সেডউইল।

২০১৭ সাল থেকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সেডউইল। তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। ২০১৮ সালের নভেম্বরে স্যার জেরমি হেইউড মারা যাওয়ার পর স্বল্প সময়ের নোটিশে সেডউইলকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও নিয়োগ দেয়া হয়।

২০ বছরের কূটনৈতিক ক্যারিয়ারে তিনি আফগানিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি করোনা মহামারি প্রতিরোধের উপায় নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার উপদেষ্টাদের মতবিরোধ শুরু হয়েছে। এর জের ধরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মার্ক সেডউইল।



Translate English.



British National Security Adviser resigns


International Desk:
British National Security Adviser and Cabinet Secretary Mark Sedwill has resigned. The news has been published on the official website of Britain. He announced his resignation in a letter to Prime Minister Boris Johnson on Sunday night (June 26th). His resignation is thought to have been prompted by disagreements with the British prime minister over the corona virus. News BBC.


At the same time, it was announced that Sedwill would resign as British Cabinet Secretary and Chief of the Civil Service. He is expected to step down as cabinet secretary by next September.

British Prime Minister Johnson Sedwill has accepted his resignation. He also said that David Frost, the British chief negotiator on Brexit, would replace Sedwill as national security adviser.

Just a day earlier, Prime Minister Johnson had said he wanted to reshuffle his cabinet. National Security Adviser and Cabinet Secretary Mark Sedwill resigned shortly after the prime minister's announcement.

Sedwill has been the UK's national security adviser since 2016. He was appointed to the post by former Prime Minister Theresa May. Sedwill was also appointed cabinet secretary on a short notice following the death of Sir Jeremy Haywood in November 2016.

He has also served as the British Ambassador to Afghanistan in his 20-year diplomatic career.

Diplomatic sources say his advisers have recently begun disagreeing with Prime Minister Boris Johnson over how to prevent the Corona epidemic. Mark Sedwill is stepping down as national security adviser.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ