Header Ads Widget

করোনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মেয়র লিটন ও এমপি বাদশার সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক


প্রেস বিজ্ঞপ্তি: মহাগরীর করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, কুরবানির পশুর হাট ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে তাঁর দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, গত ঈদ পর্যন্ত মহানগরীর করোনা পরিস্থিতি ভালো ছিল। কিন্তু ঈদের পর থেকে পরিস্থিতির অবনতি ঘটেছে। এই মুহুর্তে করোনা নিয়ন্ত্রণে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে। বাজার ব্যবস্থাপনা, কুরবানি পশুর হাটের ব্যবস্থাপনা, চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করোনা নিয়ন্ত্রণে যথাযথ করণীয় ঠিক করতে হবে।

সভায় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, করোনা নিয়ন্ত্রণে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনা, আগামী ঈদকে ঘিরে পরিকল্পনা গ্রহণ করতে হবে। বাড়ির বাহিরে মানুষের বের হওয়ার প্রবণতা কমাতে হবে।
সভায় বিভিন্ন গুরুত্বপুর্ণ আলোচনা ও মতামত তুলে ধরেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.গোপেন্দ্রনাথ আচার্য, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।  

সভায় নাগরিকদের মাস্ক পরতে আরো বেশি উৎসাহিত করা, মার্কেট ও বাজার ব্যবস্থাপনা, কুরবানির পশুর হাটের ব্যবস্থাপনা, আগাম ও অনলাইনে পশু ক্রয়ে উৎসাহ প্রদান, স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহ প্রদান, এলাকা ভিত্তিক লকডাউন চালু করা যায় কিনা, প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী দল গঠন ও চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণ, করোনায় আক্রান্তদের নিয়মিত খোঁজখবর রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 




 Translate English.



Meeting of senior officials with Mayor Lytton and MP Badshah to decide what to do to control corona

Press Release: A meeting of senior government officials has been held with Rajshahi City Corporation Mayor AHM Khairuzzaman Liton and Sadar MP Fazle Hossain Badshah to determine the steps to be taken in controlling the corona of the epidemic and ensuring medical services. The meeting was held at his office in Nagar Bhaban on Monday afternoon under the chairmanship of Mayor AHM Khairuzzaman Liton.


Speaking at the meeting, the mayor said the situation in the metropolis was good till last Eid. But the situation has deteriorated since Eid. At this point, concerted action is needed to control corona. People need to be encouraged to follow hygiene rules. Market management, management of sacrificial animal market, necessary steps have to be taken for medical treatment and appropriate action has to be taken to control corona.

At the meeting, MP Fazle Hossain Badsha said that in order to control the corona, it is necessary to ensure compliance of people's hygiene rules, market management and plan for the upcoming Eid. The tendency of people to go out of the house should be reduced.
Rajshahi Metropolitan Police Commissioner Md. Humayun Kabir, Deputy Commissioner Md. Hamidul Haque, presented various important discussions and opinions in the meeting.Rajshahi Divisional Health Director Dr. Gopendranath Acharya, Rasik CEO. ABM Sharif Uddin, Secretary Abu Hayat Md. Rahmatullah, Hon'ble Mayor's Private Secretary Md. Alamgir Kabir were present.

The meeting also encouraged citizens to wear masks, manage markets and bazaars, manage sacrificial animal markets, encourage advance and online animal purchases, encourage hygiene compliance, introduce area-based lockdowns, form volunteer teams in each ward and improve medical care. , Regular inquiries of the victims of corona, etc. are discussed and decisions are taken.



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ