Header Ads Widget

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণলায়ের সিনিয়র সচিবের মৃত্যুতে মেয়র লিটনের শোক

প্রেস বিজ্ঞপ্তি: করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (৭১) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।  সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় মরহুম ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লায়লা আরজুমান্দ বানু। আর একই হাসপাতালে সকাল সাড়ে ৯টায় মারা যান সিনিয়র সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী।




Translate English.



Mayor Lytton mourns the death of Liberation War Affairs Minister's wife and senior defense secretary

Press Release: Rajshahi
City Corporation Mayor AHM Khairzuz has expressed deep grief over the deaths of Laila Arjumand Banu, 61, wife of Liberation War Affairs Minister AQM Mozammel Haque and Senior Secretary of the Ministry of Defense Abdullah Al Mohsin Chowdhury. The mayor expressed his condolences in a condolence message on Monday.


In his condolence message, Mayor Khairuzzaman Liton conveyed his deepest condolences to the bereaved families of the deceased and their departed souls.


Laila Arjumand Banu died at the Combined Military Hospital (CMH) in the capital around 8:15 am on Monday. Senior Secretary Abdullah Al Mohsin Chowdhury died at the same hospital at 9:30 am.

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ