Header Ads Widget

করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু


আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত লোকমান নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার মজনুর মোড় এলাকার মৃত সোলেমান প্রামানিক এর ছেলে। 

নাটোর সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, লোকমান নারায়ণগঞ্জ চাকরি করতেন। অসুস্থ হওয়ার কারণে রবিবার দিবাগত গতকাল রাতে লোকমান এবং তার ছেলে মামুন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। তার জ্বর সর্দি এবং গলা ব্যথা ছিল। সোমবার দুপুরে দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভ্যানের উপরেই লোকমান মৃত্যুবরণ করেন। 

লোকমান মারা যাওয়ার পর লোকমানের স্ত্রী এবং লোকমানের ছেলে বাসা থেকে পালিয়ে গিয়েছেন। বর্তমানে লোকমানের দুই মেয়ে সানজিদা ও নুরজাহান বাসায় আছেন। এলাকার লোকজন ধারণা করছেন লোকমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, সবকিছু পরীক্ষা করে তারপরে বাড়ি লকডাউন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে । 




Translate English.


 
Death of an old man with corona symptoms

Ariful Islam, Natore Correspondent: An old man named Lokman Hossain (60) has died in Natore with corona symptoms. He died on the way to the hospital around noon on Monday (June 29). The deceased was identified as Lokman, son of late Soleman Pramanik of Majnur Mor area of ​​Tebaria in Natore Sadar upazila.


Natore Civil Surgeon Dr Kazi Mizanur Rahman said Lokman used to work in Narayanganj. Lokman and his son Mamun returned home from Narayanganj on Sunday night due to illness. She had a fever, runny nose and sore throat. Lokman died on top of the van while being taken to hospital around noon on Monday.

After Lokman's death, Lokman's wife and Lokman's son fled the house. Lokman's two daughters Sanjida and Nurjahan are currently at home. People in the area think that Lokman died of corona.



Sadar Upazila Nirbahi Officer Jahangir Alam said, after checking everything, various measures will be taken including house lockdown.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ