Header Ads Widget

আমি বাঙ্গালী



আমি বাঙ্গালী
মোঃ আনোয়ারুল ইসলাম

বাংলা আমার জন্ম ভূমি
বাংলা মায়ের ভাষা

বাংলা দিয়ে গড়ব জীবন
এইতো মোদের আশা।

বাংলাদেশী হয়েও যারা
বাঙ্গালীদের অবহেলা করে
পরাণ ভরে ঘৃণা করে

দেখতে চাইনা মুখ তাদের॥

ঘুস খেয়ে দালালী করে
টাকা অনেক কামায়
সেই টাকার পাহাড় গড়ে
অট্টলিকা বানাই

মোদের কাছে দাম পাইনা কোন তারা
পাপের পথ ছেড়ে দিয়ে সঠিক পথে এসো
কাধের সাথে কাধ মিলিয়ে

ধন্য করো দেশ মাতাকে
অনেক ভালোবেসে॥ 










আনোয়ারুল ইসলাম




















নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ