গীতি কবিতা
জাতির পিতা
এবি, এম নজমুল ইসলাম ঠান্টু
পিতাজান তুমি গাও গান
জুড়াক পরাণ জুড়াক পরাণ
তোমার গান শুনে জেগে উঠুক
ঘুমন্ত মানুষের প্রাণ
জুড়াক পরাণ জুড়াক পরাণ।।
তোমার আহবানে বিপদগ্রামী মানুষ
হে মহাননেতা জাতির পিতা
মঞ্চে দাঁড়িয়ে শোনাও সে গান
জুড়াক পরাণ জুড়াক পরাণ।।
তোমার সেই কালজয়ী গানে
শান্তির অমীয় সুধা পড়–ক ছড়িয়ে
মানুষের অন্তরে মন্তরে
জাতি ভেদ ভুলে ভালবাসার বোলে
উঠুক ভরে জাতির প্রাণ
জুড়াক পরাণ জুড়াক পরাণ।।
বলিষ্ঠ স্বরে তোমার কন্ঠে
ধবণীত হোক আবার
স্বাধীনতার দীপ্ত আহবান
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
হে মহান জাতির পিতা
শোনাও আবার সেই গান
জুড়াক পরাণ জুড়াক পরাণ।।
এবি, এম নজমুল ইসলাম ঠান্টু
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ