গীতি কবিতা
মুজিব বর্ষ স্বরণে
এবি,এম নজমূল ইসলাম ঠান্টু
কবি আসবে বলে রেচকোর্চ ময়দানে
সে দিন ঢল নেমেছিল সোরাওদ্দানে।।
সে দিন ঢল নেমেছিল সোরাওদ্দানে।।
শোনাবেন কবি অমর কবিতা
শোনাবেন কবি অমর বাণীতা
সেই প্রতিক্ষায় বসে মহাজনতা বসেছিল উদ্গ্রীব মনে।।
হেলিতে দুলিতে এসে মঞ্চ ঢিবিতে
দাঁড়িয়ে শোনালেন কবি গীতে গীতে।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বজ্র কন্ঠে কবিতা শুনে ঝাপিয়ে পড়েছিল জাতি রণে।।
এবি, এম নজমুল ইসলাম ঠান্টু
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ