কম বেশি আমরা সবাই চা পান করে থাকি। কিন্তু এই চা যখন আমদের পছন্দের কাপড়ে দাগ ফেলে দেয় তখন কি অবস্থা হয়? সব দোষ চায়ের ওপর গিয়ে পড়ে। আর একবার দাগ লাগলে সেটি দূর করা অসম্ভব হয়ে পড়ে। ঘরোয়া কিছু উপায়ে চায়ের মত জেদি দাগও দূর করা সম্ভব খুব সহজে।
জেনে নিন পদ্ধতিগুলো
১. যেখানে চা পড়েছে, সেখানে একটু লেবুর রস দিয়ে সূর্যের আলোয় রেখে দিন। দেখবেন, দাগ উঠে গিয়েছে।
২. ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগার দিয়ে সহজে চা কফির দাগ তুলে ফেলা যায়। কয়েক কাপ পানিতে এক চামচ ভিনিগার ঢেলে মিশিয়ে নিন। তারপর দাগের ওপর স্প্রে করুন। আস্তে কাপড়টি ঘসলেই দাগ উঠে যাবে।
৩. বেকিং সোডা ব্যবহার করতে পারেন। চা বা কফির দাগ লেগে আছে যে জায়গাটিতে, সেখানটা ভিজিয়ে নিন গরম জলে। এক চামচ বেকিং সোডা দিন আর তারপর ঘসে দিন। যতক্ষণ পারবেন বেকিং সোডা ওখানে লাগিয়ে রাখুন। দাগ উঠে যাবে
৪. অ্যালকোহল ব্যবহার করতে পারেন। সামান্য অ্যালকোহল নিয়ে সেটা দাগের ওপর মাখিয়ে রাখুন। তারপর টুথব্রাশ দিয়ে দাগের ওপর ঘসে দিন। দাগ উঠে যাবে।
৫. কাপড়টিকে ভিজিয়ে সেটায় সামান্য লবণ দিন। তারপর আস্তে দাগের ওপরে ঘসতে থাকুন যতক্ষণ না দাগ পুরোপুরি যাচ্ছে।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ