Header Ads Widget

পুঠিয়ায় জাতীয় শোক দিবস পালিত

পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারী, আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।


শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ভোধন  শেষে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে পুঠিয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর নেতাকর্মীরা। এবং পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। 


এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, সহকারি কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, আ'লীগ নেতা আহসানুল হক মাসুদ প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ