মো: মোহাইমেনউল (স্বপন), চারঘাট প্রতিনিধি: রাজশাহী জেলার জারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের বিজউর (পাগলী পাড়া) গ্রামের মৃত হায়দার আলীর ছেলে বেলুন বিক্রেতা মোঃ মুক্তার আলী (৪৫) গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে মারা গেছে। আহত হয়েছে আরো তিন জন।
আহতদের দ্রুত উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঘটনা স্থলে গিয়ে জানায়ায় মোঃ মুক্তার আলী গ্যাস বেলুনের ব্যবসা করে আসছিলেন। সে বেলুনে গ্যাস ভর্তি করার এক মূহুর্তে বিকট শব্দ হয় প্রতিবেশীরা এসে দেখে তিনজ আহত অবস্থায় পড়ে আছে এবং মোঃ মুক্তার আলী ঘটনা স্থলে সঙ্গে সঙ্গে মারাগেছে।
সিলিন্ডার বাষ্ট হয়ে মুক্তার আলীর ডান পা ও পেটের নাড়ি ভুড়ি শরীর থেকে ছিন্ন হয়ে যায়।
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ