প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার উপজেলার ইমামদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. মতিউর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ মাওলানা রফিকুল্যাহ মাজাহিরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, পরিদর্শক (ওসি তদন্ত) মাহামুদুল হাসান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সামসুদ্দোহা প্রমুখ।
এতে উপজেলা সকল মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Awareness meeting with Imams on Coronavirus Prevention
Phulbari (Dinajpur) Correspondent: Awareness discussion meeting was held with the imams of Fulbari upazila of Dinajpur on Monday at the initiative of Fulbari upazila administration to prevent corona virus. Acting Upazila Nirbahi Officer and Assistant Commissioner (Land) Kaniz Afroz presided over the awareness meeting held at 3:30 pm in the hall of the Upazila Parishad while maintaining social distance.
Upazila Parishad Chairman spoke as the chief guest. Ataur Rahman Milton, spoke as a special guest, District Imam Association President Maulana. Matiur Rahman Kasemi, General Secretary Maulana Rafiqullah Mazahiri, Officer-in-Charge (OC) said. Fakhrul Islam, Inspector (OC Investigation) Mahamudul Hasan, Field Superintendent of Upazila Islami Foundation Samsuddoha and others.
People of different classes and professions including imams of all the mosques of the upazila were present in it.
Upazila Parishad Chairman spoke as the chief guest. Ataur Rahman Milton, spoke as a special guest, District Imam Association President Maulana. Matiur Rahman Kasemi, General Secretary Maulana Rafiqullah Mazahiri, Officer-in-Charge (OC) said. Fakhrul Islam, Inspector (OC Investigation) Mahamudul Hasan, Field Superintendent of Upazila Islami Foundation Samsuddoha and others.
People of different classes and professions including imams of all the mosques of the upazila were present in it.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ