Header Ads Widget

৬ মাস বকেয়া বেতনের দাবিতে আরকাম মাদ্রাসা শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি


আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : ৬ মাস বকেয়া বেতনের দাবিতে আরকাম মাদ্রাসার শিক্ষক কল্যাণ সমিতি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সোমবার বেলা ১২টায় আরকাম মাদ্রাসার শিক্ষক কল্যাণ সমিতি, পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি সূত্রে জানা যায়, ২০২০ (দুই হাজার বিশ) জন শিক্ষক'কে এই প্রকল্পে চাকুরিতে নিয়োগ দেওয়া হয়, আরো ৩০৩০ (তিন হাজার ত্রিশ) জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশের যে সকল এলাকায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) নেই সেসকল এলাকায় প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করতে ২০১৪ সালের ৩০'শে ডিসেম্বর (মউশিক) প্রকল্পের মসজিদ ভিত্তিক শিক্ষার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর অভিব্যাক্তি প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট সুত্রে এসব তথ্য জানা যায়।পরবর্তীতে ২০১৮ সালের মার্চ মাসে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকরা নিয়োগ লাভ করে প্রাথমিক কার্যক্রম শুরু করে।

এ প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। যাহা (৬ষ্ঠ পর্যায়) শেষ করে এবং ৭ম (সপ্তম পর্যায়) প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াধীন থাকায় প্রধান কার্যালয় কর্তৃক প্রেরিত বিভিন্ন চিঠির মাধ্যমে দারুল আরকাম মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীগণ তাদের জনবল বলে স্পষ্ট হয় এবং ১৭ই মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় কর্তৃক প্রেরিত চিঠিতে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের নিয়ে শিশু র‌্যালী করার আদেশ দেন, যাহা আমরা চলমান সংক্রোমিত করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সংক্ষিপ্ত ভাবে পালন করা হয়। 

তাই বর্তমানে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত বেতন না পাওয়ায় “দারুল আরকাম মাদ্রাসা'র” শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। পাশাপাশি পারিবারিক চাহিদা পূরণ করতে না পেরে নীরবে নিভৃতে চোখের পানি ফেলছেন।  শিক্ষকদের এই দুর্দশা দেখার কেউ নেই। 

ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৩০ ডিসেম্বর একনেক সভায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পে অনুমদনকালে নির্দেশনা প্রদান করেন।  প্রাথমিক শিক্ষা চালুর পরবর্তীতে ২০১৫ সালের ৮ই ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা কারিকুলামে বলেন প্রতিটি শিশুর জন্য ধর্মীয় শিক্ষার বিষয়টি গুরুত্বপুর্ণ বলেও মন্তব্য করেন।

পরবর্তীতে ২০১৭ সালের নভেম্বরে চুড়ান্ত ভাবে দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম প্রিয় বলেই এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এসব প্রতিষ্ঠানে নিজেস্ব সিলেবাস দ্বারা ৩য় শ্রেণী পর্যন্ত কার্যক্রম শুরু হলেও ক্রমান্বয়ে ২০২০ সালে এসে তা প ম শ্রেণীতে উন্নীত করা হয়। মউশিক প্রকল্পে  অধীনে শুরু থেকে থাকলেও বর্তমানে সেটাকে আলাদা করা হয়েছে।

সুত্রে জানা যায়, এবছর প্রকল্পটি মউশিক প্রকল্পের সাথে জমা করা হলেও পরিকল্পনা মন্ত্রনালয় ও অর্থ মন্ত্রনালয় দারুল আরকামকে আলাদা করার প্রস্তাব দেন। দুটি প্রকল্প আলাদা হলেও মউশিক প্রকল্পটি চলতি মাসের ১১ তারিখ পাশ হলেও প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত দারুল আরকাম মাদ্রাসা প্রকল্পটি ঝুলে গেছে অনিয়মিত সময়ের জন্য।

এতে করে বেকায়দায় পড়েছে এ প্রকল্পের আওতাধীন ২ হাজার ২০শিক্ষক। এখানে ১০১০ জন কাওমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং বাকি ১০১০ জন আলিয়া মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। কাওমি মাদ্রাসার দাওরা হাদিস সনদকে স্বীকৃতির পর এটি এই প্রথম কাওমি আলেমদের সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা। প্রথমদিকে বিষয়টি আনন্দের সাথে সবাই গ্রহণ করলেও বর্তমানে চতুর্দিকে এটি নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে, পাশাপাশি ১ হাজার ১০টি প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিয়তায় পড়ছে। অন্ধকারে হাজারো শিশুরা।

বিষয়টি নিয়ে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সরকারের নজরে পড়ে বিষয়টি। প্রেক্ষিত একনেকের সভায় প্রধানমন্ত্রী প্রকল্পটি বিশেষ ভাবে পাশ করেন। তবে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত "দারুল আরকাম মাদ্রাসা" না থাকাতে শিক্ষকরা এ বিষয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেক কষ্টে এই কঠিনতম দিন পাড়ি দিচ্ছেন শিক্ষকরা।

দারুল আরাকাম শিক্ষক কল্যাণ সমিতি (দাশিকস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও পাবনা জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম খোকন বলেন, ‘দারুল আরকাম মাদ্রাসা’টি প্রধানমন্ত্রী নিজে প্রতিষ্ঠা করেছেন  এবং বাংলাদেশের সকল মাদ্রাসার সাইন বোর্ডেও প্রতিষ্ঠাতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নাম দেওয়া হয়েছে, অতএব আমার মনে হয় প্রকল্পটি আলাদা হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন না। 

জানলে হয়তবা তিনি আমাদের বিষয়টি বিশেষ ভাবে বিবেচনা করে পাশ করে দিতেন বলে আমি মনে করি এবং আমাদের এই কঠিন পরিস্থিতির স্বীকার হতে হতোনা। ৬ মাসের বেতন না পেয়ে আমরা অনেক কষ্টে স্বজনদের নিয়ে জীবনযাপন করছি।

আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নিজে প্রতিষ্ঠানটিন প্রতিষ্ঠা করেছেন সুতরাং আমাদের মানবেতর জীবন-যাপনের বিষয়টি তিনি বিশেষ ভাবে বিবেচনায় নিয়ে প্রকল্পটি পাশ করবেন। 

দারুল আরাকাম শিক্ষক কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রজব আলী বলেন দারুল আরকাম মাদ্রাসাটি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তৈরি হয়েছে। তাই বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখবেন বলে মনে প্রাণে বিশ্বাস করি।





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English





Memorandum with the Prime Minister of Arkam Madrasa teachers demanding 6 months arrears of salary

RK Akash, Pabna Correspondent: Arkam Madrasa Teachers Welfare Association has issued a memorandum to the Prime Minister demanding 6 months arrears of salary. Leaders of Arkam Madrasa Teachers Welfare Association, Pabna District Branch handed over the memorandum to the Prime Minister through Pabna Deputy Commissioner Kabir Mahmud at 12 noon on Monday. According to the memorandum, 2020 (two thousand twenty) teachers have been recruited for this project, while another 3030 (three thousand thirty) teachers are in the process of being recruited.


In order to expedite primary education in all areas of Bangladesh where there are no primary education institutions (schools), Hon'ble Prime Minister Sheikh Hasina expressed her intention to launch primary education activities under the Islamic Foundation along with mosque based education on December 30, 2014. This information is known from the website of the Islamic Foundation. Later, in March 2017, the teachers of Darul Arkam Madrasa were recruited and started their primary activities.

The duration of this project was effective till December 2019. After completion of (6th phase) and approval process of 7th (7th phase) project, through various letters sent by the head office, the officials and employees of Darul Arkam Madrasa became their manpower and on 17th March on the occasion of birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman In the letter sent, the teacher officer of Darul Arkam Madrasa-Ordered a children's rally with staff and students, which we briefly observed due to the ongoing infectious corona virus (Covid-19).

Therefore, the teachers of "Darul Arkam Madrasa" are living a dehumanized life as they have not received their salaries since January this year. Besides, not being able to meet the needs of the family, he is silently shedding tears. There is no one to see the plight of teachers.

According to Islamic Foundation sources, Prime Minister Sheikh Hasina gave instructions at the ECNEC meeting on December 30, 2014 while approving the mosque-based child and mass education program (Phase 6). After the launch of primary education, on February 8, 2015, Hon'ble Prime Minister Sheikh Hasina said in the Education Curriculum of the Ministry of Education that religious education is important for every child.

Later, in November 2016, Darul Arkam Madrasa was finally established. The Prime Minister took this decision as Islam Priyo. Although these institutes started their activities up to 3rd class by their own syllabus, they were gradually upgraded to 5th class by 2020. Although it has been under the musical project from the beginning, it has been separated at present.

According to sources, this year the project was submitted along with the Mushik project, but the Ministry of Planning and the Ministry of Finance proposed to separate Darul Arkam. Although the two projects are separate, the Mushik project passed on the 11th of this month, but the Darul Arkam Madrasa project established by the Prime Minister has been suspended for an indefinite period.

As a result, 2,020 teachers under this project have fallen into disarray. Here 1010 people are educated in Qaumi Madrasa education and the remaining 1010 people are educated in Alia Madrasa education. This is the first time that Qaumi scholars have been included in the government service after the recognition of the Daora Hadith Sanad of the Qaumi Madrasa. At first, everyone was happy with the issue, but now there is frustration around it, as well as the educational life of more than a million students in 1,010 institutions is in uncertainty. Thousands of children in the dark.

Although the news was published in various national media, the matter came to the notice of the government. The Prime Minister specially passed the project at the ECNEC meeting. However, the teachers were worried about the absence of the "Darul Arkam Madrasa" established by the Prime Minister. Teachers are going through this most difficult day with great difficulty.

Darul Arakam Teachers Welfare Association (DASIX) Joint General Secretary of the Central Committee, Rajshahi Divisional General Secretary and Pabna District Branch President. Ashraful Islam Khokon said, "Darul Arkam Madrasa has been established by the Prime Minister herself and the name of the Hon'ble Prime Minister has been given as the founder in the sign boards of all the Madrasas in Bangladesh, so I don't think the Hon'ble Prime Minister knows that the project is different."

I think if he had known, he would have given us a special consideration and we would not have had to accept this difficult situation. We are living with our relatives with great difficulty without getting 6 months salary.

I hope that since the Prime Minister himself has set up the institution, he will pass the project with special consideration of our inhuman way of life.

Darul Arakam Teachers Welfare Association Pabna district general secretary. Rajab Ali said the Darul Arkam Madrasa was built with the intervention of the Prime Minister. So I sincerely believe that the Prime Minister will look into the matter himself.




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ