Header Ads Widget

করোনায় আক্রান্ত বলিভিয়ার প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ করোনায় আক্রান্ত হয়েছেন। আনেজ নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি বৃহস্পতিবার (৯ জুলাই) নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, তার শরীরে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা শনাক্ত হয়েছে।

টুইটে প্রেসিডেন্ট বলেন, ‘তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।’

এর মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। তার দেহে করোনা শনাক্তের বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। প্রাদুর্ভাব শুরুর পর গত প্রায় সাত মাসে ভাইরাসটি সাড়ে ৫ লাখ মানুষের প্রাণ কেড়েছে। 







নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Translate English

 




Corona-infected Bolivian president

International Desk: Bolivian President Jenin Anez has been attacked by Corona. Anez himself confirmed the corona attack on Thursday (July 9th). In a tweet, President Anez said Corona was identified after an examination of his body.

"She is OK. He has been working in isolation. We will get out of this situation together. "

Just a week earlier, Bolivian Health Minister Maria Eddy Roka had contracted corona. He told himself about the identification of Corona in his body.

In this country with a population of 1.15 million, the number of coronary heart attacks so far is more than 42,000. Of these, 1,500 people have died.

The virus, which broke out on December 31, has already spread to 213 countries and regions around the world. Already, the number of corona cases worldwide has exceeded 20 million. The virus has killed 5 million people in the last seven months since the outbreak began.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ