দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে নাদিরা বেগম (৩৮) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাদিরা বেগম উপজেলার আলীপুর মোল্লাপাড়া গ্রামের আমির হোসেনের কন্যা বলে জানা গেছে। স্বামী পরিত্যক্তা এই নারী বাবার বাড়িতেই থাকতেন বলেও জানা গেছে।
নিহত নাদিরা বেগমের পরিবারের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোববার সকালে বাড়ির অদুরে মাঠে ছাগল চরাতে গিয়েছিল নাদিরা বেগম। দুপুর দুইটার দিকে আকাশে মেঘ দেখে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নাদিরা বেগমের শরীর ঝলসে যায়। ফলে ঘটনাস্থলেই নাদিরা বেগম মারা যায়।
পরে গ্রামের লোকজন নিহত নাদিরা বেগমের মরদেহ মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়।স্বামী পরিত্যক্তা নাদিরা বেগম শারীরিক প্রতিবন্ধীও ছিলেন। এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকতো সে। এদিকে, নিহত নাদিরা বেগমের পরিবারকে সহায়তা দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
[Translate English]
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Tragic death of a physically challenged woman in a lightning strike
Durgapur Correspondent: A physically challenged woman named Nadira Begum (38) died after being struck by lightning while grazing goats in a field at Durgapur in Rajshahi. The deceased was identified as Nadira Begum, daughter of Amir Hossain of Alipur Mollapara village in the upazila. It is also known that the divorced woman lived in her father's house.
Relatives and neighbors of the deceased Nadira Begum said that Nadira Begum went to graze goats in the field near her house on Sunday morning. Nadira Begum's body was burnt by lightning when she was returning home with a goat after seeing clouds in the sky at around 2 pm. As a result, Nadira Begum died on the spot.
Later, the villagers rescued the body of Nadira Begum from the field and took her home. Nadira Begum, who was abandoned by her husband, was also physically disabled. He lived in his father's house with a son. Meanwhile, it is learned that the upazila administration has taken steps to help the family of the deceased Nadira Begum.
Durgapur Correspondent: A physically challenged woman named Nadira Begum (38) died after being struck by lightning while grazing goats in a field at Durgapur in Rajshahi. The deceased was identified as Nadira Begum, daughter of Amir Hossain of Alipur Mollapara village in the upazila. It is also known that the divorced woman lived in her father's house.
Relatives and neighbors of the deceased Nadira Begum said that Nadira Begum went to graze goats in the field near her house on Sunday morning. Nadira Begum's body was burnt by lightning when she was returning home with a goat after seeing clouds in the sky at around 2 pm. As a result, Nadira Begum died on the spot.
Later, the villagers rescued the body of Nadira Begum from the field and took her home. Nadira Begum, who was abandoned by her husband, was also physically disabled. He lived in his father's house with a son. Meanwhile, it is learned that the upazila administration has taken steps to help the family of the deceased Nadira Begum.
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ