Header Ads Widget

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রণোদনা অর্থের চেক বিতরণ


এম.এস.আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিভিন্ন নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রণোদনা অর্থের চেক বিতরণ অনুষ্ঠান সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কক্ষে অনুষ্ঠিত হয়। 

এলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে উপজেলার ৩টি কলেজ-ভোলাহাট কলেজ, জামবাড়ীয়া ডিগ্রী কলেজ ও মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এ- কলেজ। ৪টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে-চরধরমপুর উচ্চ বিদ্যালয়, জামবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বারইপাড়া উচ্চ বিদ্যালয় ও বড়গাছী কেএইচও উচ্চ বিদ্যালয়। 

অধ্যক্ষ ও প্রধান শিক্ষক প্রতি ৫হাজার ও কর্মচারী প্রতি ২হাজার ৫’শ টাকা প্রদাণ করেন। এ সময় প্রতিটি কলেজের অধ্যক্ষ প্রভাষক এবং প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রধান ও সভাপতির নিকট এ অর্থ গ্রহণ করেন। 

এ ব্যাপারে অধ্যক্ষ মাসুদরানাসহ অন্যান্য স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ ও দীর্ঘায়ূ কামনা করেন।





নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English




Distribution of PM's incentive checks to non-MPO educational institutions

MSI Sharif, Bholahat (Chapainawabanj) Correspondent:
In Bholahat, Chapainawabganj, the distribution of checks of PM's incentive money to various non-MPO registered educational institutions was held at 10 am in the room of Upazila Parishad auditorium.


To this end, Upazila Chairman Lecturer Rabbul Hossain was the chief guest and Upazila Executive Officer Rajibul Alam presided over the function. Among the 4 high schools are Chardharampur High School, Jambaria Girls High School, Baripara High School and Bargachhi KHO High School.

The principal and headmaster pay Rs 5,000 each and the staff Rs 2,500 each. At this time the principal, lecturer of each college and the headmaster, assistant teacher-staff of each school were present and received the money from the head and president of the program.


In this regard, the principals and headmasters of other schools and colleges including Principal Masudrana thanked the daughter of Bangabandhu Sheikh Hasina Sarkar and wished her a long life.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ