স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে অবশেষে। চার মাস পেরিয়ে খুলতে চলেছে শেরে
বাংলা স্টেডিয়ামের বদ্ধ দুয়ার। সামনের সপ্তাহ থেকে ব্যক্তিগত ফিটনেস
অনুশীলনের জন্য হোম অব ক্রিকেটে আসতে পারবেন টাইগাররা। স্বাভাবিক চিত্র না
ফিরলেও কিছুটা হলেও ভাঙবে স্টেডিয়ামটির নিস্তব্ধতা।
নির্বাচকদের বিবেচনায় থাকা পুলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। মিরপুরে ফিটনেস অনুশীলন করতে আগ্রহীদের তালিকাও তৈরি করা হচ্ছে।
ফিটনেস অনুশীলনের জন্য জিমনেসিয়াম ছাড়াও প্রয়োজনীয় সবকিছুই ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। রানিং করা যাবে বিসিবির একাডেমি মাঠ ও শের-ই-বাংলা স্টেডিয়ামে।
করোনা ভাইরাসের কারণে ১৬ মার্চের পর ক্রিকেট না হওয়ায় মাঠ দুটি পেয়েছে নতুন প্রাণশক্তি। বিসিবির মাঠকর্মীদের নিয়মিত পরিচর্যার ফলে ফিরে এসেছে গাড় সবুজ রূপ।
করোনাকালে ক্রিকেটারদের অনুশীলনের রোডম্যাপ তৈরির দায়িত্ব ন্যস্ত হয়েছে বিসিবির মেডিকেল বিভাগের উপর। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সোমবার তারা সরেজমিনে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন ব্যবস্থাপনার খুঁটিনাটি। স্বাভাবিকভাবেই এ সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি।
দেবাশীষ জানালেন, ‘ফিটনেসের কাজ করার জন্য যেসব প্রস্তুত রাখা দরকার, সেটি আমরা করছি। আজ আমরা সরেজমিনে ঘুরে দেখেছি। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারবেন ক্রিকেটাররা। সুনির্দিষ্ট তারিখ বলতে পারছি না, কেননা দুই-একদিন ওদিক সেদিক হতে পারে।’
সব ক্রিকেটারই যে অনুশীলনে আগ্রহ দেখাতে শুরু করেছে ব্যাপারটা এমনও নয়। অনেকে ঘরে বসে ফিটনেসের কাজ করতে পারছেন। বিসিবি থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে সরবরাহ করা হয়েছে ফিটনেস সরঞ্জাম। যে কারণে মিরপুরে ফিটনেসের কাজটি হবে মূলত সীমিত পরিসরে।
ব্যক্তিগত চাওয়ায় মিরপুরে ফিটনেস অনুশীলন আগামী সপ্তাহ থেকে চালু হলেও স্কিল নিয়ে কাজের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। যদিও কেউ কেউ নিজ উদ্যোগে ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন। তবে সরকারি পর্যায় থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের অনুশীলনে ডাকবে না, সেটি পরিষ্কার।
এ নিয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের এখনো ঘরে বসেই ফিটনেসের কাজ করতে বলছি। মাঠে নামতে অনুৎসাহিত করছি। করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছি। পরিস্থিতির উন্নতি ঘটলে আর সরকারের অনুমোদন পেলে ক্রিকেট ফিরবে।’
নির্বাচকদের বিবেচনায় থাকা পুলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। মিরপুরে ফিটনেস অনুশীলন করতে আগ্রহীদের তালিকাও তৈরি করা হচ্ছে।
ফিটনেস অনুশীলনের জন্য জিমনেসিয়াম ছাড়াও প্রয়োজনীয় সবকিছুই ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। রানিং করা যাবে বিসিবির একাডেমি মাঠ ও শের-ই-বাংলা স্টেডিয়ামে।
করোনা ভাইরাসের কারণে ১৬ মার্চের পর ক্রিকেট না হওয়ায় মাঠ দুটি পেয়েছে নতুন প্রাণশক্তি। বিসিবির মাঠকর্মীদের নিয়মিত পরিচর্যার ফলে ফিরে এসেছে গাড় সবুজ রূপ।
করোনাকালে ক্রিকেটারদের অনুশীলনের রোডম্যাপ তৈরির দায়িত্ব ন্যস্ত হয়েছে বিসিবির মেডিকেল বিভাগের উপর। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সোমবার তারা সরেজমিনে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন ব্যবস্থাপনার খুঁটিনাটি। স্বাভাবিকভাবেই এ সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি।
দেবাশীষ জানালেন, ‘ফিটনেসের কাজ করার জন্য যেসব প্রস্তুত রাখা দরকার, সেটি আমরা করছি। আজ আমরা সরেজমিনে ঘুরে দেখেছি। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারবেন ক্রিকেটাররা। সুনির্দিষ্ট তারিখ বলতে পারছি না, কেননা দুই-একদিন ওদিক সেদিক হতে পারে।’
সব ক্রিকেটারই যে অনুশীলনে আগ্রহ দেখাতে শুরু করেছে ব্যাপারটা এমনও নয়। অনেকে ঘরে বসে ফিটনেসের কাজ করতে পারছেন। বিসিবি থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে সরবরাহ করা হয়েছে ফিটনেস সরঞ্জাম। যে কারণে মিরপুরে ফিটনেসের কাজটি হবে মূলত সীমিত পরিসরে।
ব্যক্তিগত চাওয়ায় মিরপুরে ফিটনেস অনুশীলন আগামী সপ্তাহ থেকে চালু হলেও স্কিল নিয়ে কাজের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। যদিও কেউ কেউ নিজ উদ্যোগে ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন। তবে সরকারি পর্যায় থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের অনুশীলনে ডাকবে না, সেটি পরিষ্কার।
এ নিয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের এখনো ঘরে বসেই ফিটনেসের কাজ করতে বলছি। মাঠে নামতে অনুৎসাহিত করছি। করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ রক্ষা করে চলেছি। পরিস্থিতির উন্নতি ঘটলে আর সরকারের অনুমোদন পেলে ক্রিকেট ফিরবে।’
নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...
Cricket is returning to Sher-e-Bangla
Sports Desk: The long wait is finally coming to an end. The closed doors of Sher-e-Bangla Stadium are going to open after four months. The Tigers will be able to come to the Home of Cricket for personal fitness practice from next week. Even if the normal image does not return, the silence of the stadium will be broken.
The BCB's cricket management department has started communicating with the pool players being considered by the selectors. A list of those interested in practicing fitness in Mirpur is also being prepared.
Cricketers will be able to use everything they need except gymnasium for fitness practice. Running can be done at BCB Academy Ground and Sher-e-Bangla Stadium.
Due to the corona virus, there was no cricket after March 16 and the two fields got new vitality. As a result of the regular care of the field workers of BCB, the dark green form has returned.
The medical department of the BCB has been entrusted with the task of preparing a roadmap for the practice of cricketers during the Corona period. Chief Physician Debashish Chowdhury said that on Monday they saw the details of the practice management of the cricketers. Naturally, hygiene is getting the most importance at this time.
Debashish said, ‘We are doing what we need to be ready to do fitness work. Today we looked around. The cricketers will be able to start work from next week. I can't say the exact date, because one or two days may go by. '
Not all cricketers have started showing interest in the practice. Many are able to do fitness work at home. Several cricketers have been provided fitness equipment by the BCB. That is why the work of fitness in Mirpur will be largely limited.Due to personal demands, fitness practice in Mirpur will start from next week, but we will have to wait for some more time to work on the skill. Although some have started batting-bowling on their own initiative. However, it is clear that the BCB will not officially call the players to practice until they get the green signal from the government level.
Regarding this, the chief executive of the board Nizam Uddin Chowdhury said, "We are asking the players to do fitness work at home." I am discouraged from going on the field. We are closely monitoring the situation in Corona. I have been maintaining communication with the higher echelons of the government. If the situation improves and the government approves, cricket will return. '
The BCB's cricket management department has started communicating with the pool players being considered by the selectors. A list of those interested in practicing fitness in Mirpur is also being prepared.
Cricketers will be able to use everything they need except gymnasium for fitness practice. Running can be done at BCB Academy Ground and Sher-e-Bangla Stadium.
Due to the corona virus, there was no cricket after March 16 and the two fields got new vitality. As a result of the regular care of the field workers of BCB, the dark green form has returned.
The medical department of the BCB has been entrusted with the task of preparing a roadmap for the practice of cricketers during the Corona period. Chief Physician Debashish Chowdhury said that on Monday they saw the details of the practice management of the cricketers. Naturally, hygiene is getting the most importance at this time.
Debashish said, ‘We are doing what we need to be ready to do fitness work. Today we looked around. The cricketers will be able to start work from next week. I can't say the exact date, because one or two days may go by. '
Not all cricketers have started showing interest in the practice. Many are able to do fitness work at home. Several cricketers have been provided fitness equipment by the BCB. That is why the work of fitness in Mirpur will be largely limited.Due to personal demands, fitness practice in Mirpur will start from next week, but we will have to wait for some more time to work on the skill. Although some have started batting-bowling on their own initiative. However, it is clear that the BCB will not officially call the players to practice until they get the green signal from the government level.
Regarding this, the chief executive of the board Nizam Uddin Chowdhury said, "We are asking the players to do fitness work at home." I am discouraged from going on the field. We are closely monitoring the situation in Corona. I have been maintaining communication with the higher echelons of the government. If the situation improves and the government approves, cricket will return. '
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ