Header Ads Widget

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক, পুলিশ, র্র্যাব, ডিবি, এনএসআই, ডাক্তার, ব্যাংকার, ইউপি সচিব, শিক্ষক সহ ৩৫ জন করোনা আক্রান্ত


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক,পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, ডাক্তার, রাজমিস্ত্রী, ব্যাংকার, সেলসম্যান, ইউপি সচিব, ব্যবসায়ী, শিক্ষক, গাড়ী চালক, শিক্ষার্থী, গৃহিণী, নেসকো কোম্পানির কর্মকর্তা ও শিশুসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১৫৭ জন আক্রান্ত হলো। যার অধিকাংশ সুস্থ্য হয়েছেন।
জেলা সিভিল সার্জন ও গোয়েন্দা সংস্থা সূত্র মতে, নতুন আক্রান্তরা সকলেই সুস্থ্য ও ভালো আছেন। তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছে। জেলা প্রশাসন থেকেও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে করোনা পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন আক্রান্তরা বিভিন্ন এলাকার। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার পুরাতন বাজার কাপড় পট্টিতে এক ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছেন জেলা ডিবি পুলিশে কর্মরত এক এএসআই।
গোয়েন্দা শাখা ডিবি পুলিশের আরেক অফিসারের স্ত্রী ও ১২ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা পৌর এলাকার শাহীবাগে ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছেন। গোয়েন্দা শাখার আরেক কনস্টেবল আক্রান্ত হয়েছে। তিনিও শাহীবাগে আছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এক এসআই এর স্ত্রী ও তার ২ বছরের ছোট্ট শিশুটিও করোনায় আক্রান্ত হয়েছেন। পৌর এলাকার মিস্ত্রী পাড়ায় ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছেন তারা। এ ছাড়া পুলিশ হাসপাতালের এক চিকিৎসক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তিনি পৌর এলাকার পাঠানপাড়া মহল্লায় নিজ বাড়িতে আছেন। 
অন্যদিকে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ৩ জন সদস্য আক্রান্ত হয়েছে। তারা দ্বারিয়াপুরে ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের স্বরুপনগর সিসিডিবি মহল্লার একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি সদর উপজেলা পরিষদের একজন কর্মচারী। পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লায় এক শিশুও আক্রান্ত হয়েছে। এ ছাড়াও ১ নং ওয়ার্ডের ঘোড়াপাখিয়া গ্রামের একজন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তিনি রহনপুর এলএসডি খাদ্য গুদামের সহকারী খাদ্য পরিদর্শক।
একই ওয়ার্ডের নয়নশুকা গ্রামের এক রাজমিস্ত্রী আক্রান্ত হয়েছে। এ ছাড়া ২ নং ওয়ার্ডের ১৭ নং দাউদপুর রোডের বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তিনি নেসকো কোম্পানির উচ্চমান সহকারী। তারা সকলে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অরুনবাড়ী মহিপুরের বাসিন্দা শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের সচিব আক্রান্ত হয়েছেন। পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বাসুনিয়া পট্টির একজন কাপড় ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ১৩ নং ওয়ার্ডের মিস্ত্রিপাড়ার এক শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। তারা সকলে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন। একই ব্যাংকের আরো ২ জন কর্মকর্তা আক্রান্ত হয়েছে। তারা সোনার মোড় হরতকিতলায় ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
এ ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে। ইসলামি ব্যাংক রহনপুর ব্রাঞ্চের কর্মকর্তা আক্রান্ত হয়েছে। তিনি শিবগঞ্জ এর বিনোদপর ইউনিয়নের একবরপুর ৭ নং ওয়ার্ডের নিজ বাড়িতে আছেন।
শিবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের দৌলতপুর মহাজনপাড়ার এক ঔষধের দোকান মালিক আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এ ছাড়াও ৫ নং ওয়ার্ডের বাগাটুলি মহল্লার এক গৃহবধূ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। একই এলাকার শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শকও আক্রান্ত হয়েছে। এরাও নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।
শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জগন্নাথপুর এলাকার একজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছে। ছত্রাজিতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুক্তরাধাকান্তপুর গ্রামের বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তিনি মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব। একই এলাকার বাসিন্দা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মনাকষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রানীনগর গ্রামের এক রাজমিস্ত্রী আক্রান্ত হয়েছে। এ ছাড়া সুপারস্টার কোম্পানির সেলসম্যান আক্রান্ত হয়েছেন। তার বাড়ি গোমস্তাপুরের চৌডালা বেনীচক ৬ নং ওয়ার্ডে। গোমস্তাপুর পিএম আইডিয়াল কলেজের দপ্তরী আক্রান্ত হয়েছে। তার বাড়ি রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের উদয়নগর মহল্লায়।
করোনায় আক্রান্ত হয়েছেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা পাপিয়ার গাড়ী চালক। তার বাড়ি বারঘরিয়া ৫ নং ওয়ার্ডের জামাদারপাড়ায়। এ ছাড়া ভোলাহাট উপজেলার খাড়োবাটরা গ্রামের এক ব্যাগ দোকানের মালিক ও সাংবাদিক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।

 নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English
 
 
 
 
 
 
In Chapainawabganj, 35 people including journalists, police, RAB, DB, NSI, doctors, bankers, UP secretaries and teachers were attacked.


Faisal Azam Apu, Special Correspondent: In Chapainawabganj, 35 new journalists, police, RAB, DB, NSI, doctors, masons, bankers, salesmen, UP secretaries, businessmen, teachers, drivers, students, housewives, Nesco company officials and children John's corona report came back positive. A total of 156 people were affected in the district. Most of whom have recovered.


According to district civil surgeons and intelligence sources, all the new victims are healthy and well. They are at home quarantine in their respective homes. The district administration is also monitoring the situation all the time. The new victims of Chapainawabganj district are from different areas. They are an ASI working in the district DB police in the home quarantine of a rented house in the old market cloth strip of the municipal area of ​​Chapainawabganj Sadar upazila.

The wife and 12-year-old daughter of another DB police officer have been attacked by Corona. They are at home quarantine in a rented house in Shahibaug in the municipal area. Another constable of the intelligence branch has been attacked. He is also in Shahibaug.

Meanwhile, the wife of an SI working at Chapainawabganj Sadar Model Police Station and her 2-year-old child were also infected with corona. They are at home quarantine in a rented house in Mistri Para in the municipal area.Besides, a doctor of the police hospital has been infected with corona virus. He is staying at his home in Pathanpara mahalla of the municipal area.

On the other hand, 3 members of RAB Chapainawabganj camp have been attacked. They are in home quarantine in a rented house in Dwariyapur. A person from Swarupnagar CCDB mahalla of ward 3 of Chapainawabganj municipal area has been infected with corona virus. He is an employee of Sadar Upazila Parishad. A child has also been infected in Pathanpara mahalla of ward 2 of the municipal area. In addition, a resident of Ghorapakhia village in Ward 1 was attacked. He is Assistant Food Inspector of Rahanpur LSD Food Warehouse.

A mason from Nayanshuka village in the same ward has been attacked. Besides, a resident of 17th Daudpur Road of 2nd ward has been attacked. He is a high quality assistant of Nesco Company. They are all in their home quarantine.

Secretary of Binodpur Union Parishad of Shibganj Upazila, a resident of Arunbari Mahipur in Ward 9 of Gobratala Union, has been attacked. A cloth trader from Basunia Patti in Ward 2 of the municipal area has been attacked by Corona. Besides, a student of Mistripara of 13th ward has been attacked. They are all in their home quarantine.

A resident of Haripur Ward 5 of Chapainawabganj Sadar Upazila has been infected with Corona virus. He is working in National Bank. Two more officials of the same bank have been attacked. They are in home quarantine in a rented house at Sonar Mor Haratkitla.

In addition, an official of Mercantile Bank was also attacked. His home is in Shampur of Shibganj upazila. Officers of Islami Bank Rahanpur branch have been attacked. He is staying at his home in Ekbarpur 6th ward of Binodpar union of Shibganj.

A drug store owner of Daulatpur Mahajanpara in Ward 4 of Shibganj Municipal Area has been attacked. A retired teacher has been attacked. Besides, a housewife of Bagatuli mahalla of ward 5 has been infected with corona virus. Inspectors of Shibganj Health Complex in the same area have also been attacked. They are also in their home quarantine.

A businessman from Jagannathpur area of ​​ward 5 of Durlavpur union of Shibganj upazila has been attacked. A resident of Yukradhakantpur village in Ward 5 of Chhatrajitpur Union has been attacked. He is the secretary of Monaksha Union Parishad. A resident of the same area, a medical technologist at Shibganj Upazila Health Complex, has been infected with the corona virus. They are also in their home quarantine.

A mason from Raninagar village in Ward 4 of Monaksha Union has been attacked. In addition, the salesman of the superstar company has been attacked. His home is in Ward 6, Chaudala Benichak, Gomstapur. The binder of Gomstapur PM Ideal College has been attacked. His house is in Udayanagar mahalla of ward 7 of Rahanpur municipal area.

The driver of Nachol Upazila Health Complex doctor Sultana Papia's car was attacked by Corona. His house is in Jamadarpara of Bargharia 5th ward.

Besides, the owner and journalist of a bag shop in Kharobatra village of Bholahat upazila has been infected with corona virus.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ