Header Ads Widget

জাল সনদে দলিল লেখকের লাইসেন্স


কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘা সাব-রেজিস্ট্রি অফিসে জাল ও ভুয়া এস.এসসি সনদ দেখিয়ে দলিল লেখকের লাইসেন্স করে মো. শাহিনুর রহমান (সনদ নং-১৮৭)। তদন্তের মুখে নতুন আরেকটি এস.এস.সির সনদ জমা দেন। এতে নামের বানান ভুল থাকায় কয়েক ঘন্টার ব্যবধানে আরো আরেকটি সনদ দেয়। যা হুবহু শিক্ষাবোর্ড কর্তৃক সরবরাহকৃত সার্টিফিকেটের সাথে সাদৃশ্যপূর্ণ। 

এ ঘটনায় অনেকে শঙ্কা প্রকাশ করেছেন, ভুয়া সনদ দেখিয়ে যে কেউ এ ধরণের অবৈধ সুবিধা গ্রহণ করতে পারে। 

এদিকে, বাংলাদেশ সহকারী মহাপরিদর্শক (নিবন্ধন)  মো আব্দুল লতিফ স্বাক্ষরিত একটি স্মারকে বাঘা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. শাহিনুর রহমান আইন উপেক্ষা করে এস.এস.সি পাশ না করেই দলিল লেখকের সনদ গ্রহণ করায়ু তা বাতিলের এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।




 Translate English.




Document author's license on forged documents

Paper Correspondent, Rajshahi:
In Bagha sub-registry office in Rajshahi, by showing fake and fake SSC certificate, Md. Shahinur Rahman (Certificate No. 18). He submitted another new SSC certificate in the face of investigation. It gives another certificate in a few hours interval as the name is misspelled. Which is exactly the same as the certificate issued by the Board of Education.

In this case, many have expressed fears that anyone can take such illegal advantage by showing fake credentials.


Meanwhile, a memorandum signed by Bangladesh Assistant Inspector General (Registration) Mohammad Abdul Latif, the author of the document of the Bagha Sub-Registry Office. Shahinur Rahman ignored the law and accepted the certificate of the author of the document without passing the SSC. It has been instructed to cancel it and take legal action.

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ