Header Ads Widget

তানোরে ৮জনের করোনা পজেটিভ শনাক্ত


সাইদ সাজু, তানোর প্রতিনিধি : তানোরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অফিসের ইলেকট্রিশিয়ান টিএইচও’র গাড়ী চালকসহ আরো ৮জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। 

আজ (৩০ শে জুন) মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার রোজিয়ারা খাতুন।  

আক্রান্তরা হলেন, তানোর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের আরিফ হোসেন (২৮), তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেকমো শহিদুল্লাহর (আগেই করোনা সনাক্ত) সংস্পর্শে থাকা তার সহকারী রায়হান আলী (২০), তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইয়া শিউলি রানীর  (আগেই করোনা শনাক্ত) সংস্পর্শে থাকা তার ছেলে মিঠুন (২৩)। 

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (টিএইচও) ডাক্তার রোজিয়ারা খাতুনের গাড়ী চালক সুমন (৩২), তানোর উপজেলা নির্বাচন অফিসের নুর-এ-আলম (৩১), গোল্লাপাড়া বাজারের আলমগীর (৩৮), তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ষ্টোর কিপার রতনের সাথে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এসে নমুনা দেয়া রাজশাহীর লক্ষিপুর এলাকার তুষার (২৭) ও রাজশাহীর ডিঙ্গাডোবা এলাকার সোহান হোসেন (২৮)।  

এর আগে গত (২৮ শে জুন) তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসে।    




 Translate English.

 


8 corona positive identification in Tanore

Saeed Saju, Tanore Correspondent:
The corona of 6 more people including the driver of the electrician THO's office of Tanore Upazila Local Government Engineering Department (LGED) has been identified as positive.


Today (June 30) on Tuesday in the lab of Rajshahi Medical College, their corona was identified in a sample test. Tanore Upazila Health and Family Welfare Officer Dr Roziara Khatun confirmed the matter at night.

The victims are Arif Hossain, 26, of Tanore Upazila Engineering Department (LGED), Raikhan Ali, 20, who was in touch with Sekmo Shahidullah of Tanore Upazila Health Complex (previously identified as Korona), and Aiya Shiuli Rani of Tanore Upazila Health Complex. Identified) his son Mithun (23) who is in contact.

Tanore Upazila Health and Family Welfare Officer (THO) Dr Roziara Khatun's driver Sumon (32), Tanore Upazila Election Office Nur-e-Alam (31), Gollapara Bazar Alamgir (38), Tanore Upazila Health Complex store keeper Ratan Tanore. Tushar (28) of Laxmipur area of ​​Rajshahi and Sohan Hossain (28) of Dingadoba area of ​​Rajshahi were given samples from the Upazila Health Complex.

Earlier (June 26), their samples were collected and sent to the lab of Rajshahi Medical College Hospital. Samples tested positive for corona virus in their body.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ