প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশে অব্যাহত ধর্ষণসহ নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুর সহিংসতার প্রতিবাদসহ দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামীণ নারীরা।
দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে গতকাল বুধবার ফুলবাড়ীতে ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে উপজেলার পুটকিয়া গ্রামে দুপুর ১২ থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছেন গ্রামীণ নারীরা।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পল্লী সমাজের সভাপ্রধান সাজেদার রহমান, পল্লী সমাজের সম্পাদক বিলকিস বেগম, ক্যাশিয়ার মেরিনা বেগম প্রমুখ। মানববন্ধনে গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক নারী অংশ নেন।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ