পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ছাত্র- ছাত্রীরা ধর্ষকদের বিরুদ্ধে ও ধর্ষণ প্রতিরোধে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানব বন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে ছাত্রনেতা ফরাদুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ছাত্র নেতৃবৃন্দ।
বক্তৃতা করে ছাত্রনেতা রায়হান পারভেজ রনি,সাব্বির হোসেন,রইজ খান,ফাইমিন সরদার,হাফিজুল ইসলাম,রাশেদ হাসান,ফয়সাল আশিকুজ্জামান,রাইসুল ইসলাম,তাসিরুল,শাফিন আহম্মেদ,নাফিজ,কাজল,হাবিবা সুলতানা,মুসলিমা খাতুন পান্না, শেখ সিনতিয়া, রমজান সরদার ও হাসিবুল হক। জাগ্রত তরুন সংঘ,আলমতলা যুব সংঘ,এলসিয়ান-১৯সংঘ মানববন্ধনে একত্বতা ঘোষনা করে।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ