তানোর প্রতিনিধি : তানোরে থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানার আসামী ও চোলাইমদ, গাঁজাসহ ২নারী মাদক ব্যবসায়ীসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুকবার রাতে তানোর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। আজ (১০ই অক্টোবর) শনিবার বিকালে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরা হচ্ছেন, ৭০ গ্রাম গাঁজাসহ তানোর ঠাকুর পুকুর গ্রামের পীর সাহেবে স্ত্রী হাওয়া বিবি (৪৫), ৩০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের সুজন আলীর স্ত্রী মনিরা বেগম (৪৫), জিওল চাঁদপুর গ্রামের আফছার আলীর ছেলে আতাউর রহমান (৩৩), তালন্দ গ্রামের রমজান মন্ডলের ছেলে আয়েস আলী (৩৩), জিওল গ্রামের ঝাড়ু’র ছেলে খাইরুল ইসলাম (২৬), মোহাম্মদপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৪)।
তানোর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে অদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, তানোর উপজেলা মাদক মুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে, এঅভিযান অব্যাহ থাকবে।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ