ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে উপজেলার কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও অন্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সরকার নির্ধারিত মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করার পরামর্শ প্রদান করেন।
পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চাউল ব্যবসায়ী স্বপন সাহাকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১ হাজার টাকা ও জাকির হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক শেখ জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেছে।
এছাড়া চাউল ব্যবসায়ী আছির উদ্দিন ও ভোজ্য তৈল প্রস্তুত কল মালিক খায়রুল ইসলামকে পণ্যের গুনগতমান বজায় রেখে বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনেটারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল, ভ্রাম্যমাণ আদালতের পেসকার দীপঙ্কর মল্লিকসহ পাইকগাছা থানা পুলিশ।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ