Header Ads Widget

নারী ও কন্যাশিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দেশব্যাপী নারী ও কন্যাশিশু ধর্ষণসহ নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা পল্লীশ্রী প্রোসপেক্ট প্রকল্পের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় কাঁটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাম নাগরিক সমাজ সংগঠনের সদস্য-সদস্যারা।


উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য শান্তি সরেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, খয়েরবাড়ী ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য মহেন্দ্র নাথ সরকার, আলাদীপুর ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য সবিতা রানী, এলুয়াড়ী ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সদস্য আকলিমা। 


এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লীশ্রী প্রোসপেক্ট প্রকল্পের এরিয়া কো-অডিনেটর এএসএম তারিকুল ইসলাম, ফিল্ড ফেসিলেটের দেলোয়ার হোসেন, সেল্ফ হেল্প প্রজেক্টের এফএস দীপক কুমার রায় প্রমুখ। মানববন্ধনে গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক নারী অংশ নেন।
   

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ