Header Ads Widget

ফুলের মর্জাদা

 

ফুলের মর্জাদা

মোঃ আনোয়ারুল ইসলাম

ফুল ফুটে সুভাষ ছড়ায়
মধু খেতে তাইতো ভোমরা আসে,

মধু খেয়ে দুষ্টু ভোমর
উড়ে চলে যায়,

মধু বিহীন ফুল তখন ঝড়ে পড়ে।।
কেন ফুল পারে না
দুষ্টু ভোমরকে ধরে রাখতে

তাই ফুলকে বলি আমি
দুষ্টু ভোমর এলে যেন
মধু নিতে না পারে।

সব ফুল মিলে নয়
একাই কর মনের
ভোমরের সাথে লড়াই ।

রচনা : মোঃ আনোয়ারুল ইসলাম
মোবাইলঃ ০১৭৩০-৬৩৪১৯।






















নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ