ফুলের মর্জাদা
মোঃ আনোয়ারুল ইসলাম
ফুল ফুটে সুভাষ ছড়ায়
মধু খেতে তাইতো ভোমরা আসে,
মধু খেয়ে দুষ্টু ভোমর
উড়ে চলে যায়,
মধু বিহীন ফুল তখন ঝড়ে পড়ে।।
কেন ফুল পারে না
দুষ্টু ভোমরকে ধরে রাখতে
তাই ফুলকে বলি আমি
দুষ্টু ভোমর এলে যেন
মধু নিতে না পারে।
সব ফুল মিলে নয়
একাই কর মনের
ভোমরের সাথে লড়াই ।
ফুল ফুটে সুভাষ ছড়ায়
মধু খেতে তাইতো ভোমরা আসে,
মধু খেয়ে দুষ্টু ভোমর
উড়ে চলে যায়,
মধু বিহীন ফুল তখন ঝড়ে পড়ে।।
কেন ফুল পারে না
দুষ্টু ভোমরকে ধরে রাখতে
তাই ফুলকে বলি আমি
দুষ্টু ভোমর এলে যেন
মধু নিতে না পারে।
সব ফুল মিলে নয়
একাই কর মনের
ভোমরের সাথে লড়াই ।
নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ