Header Ads Widget

দূর্গাপুরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

 
মশিউর রহমান: রাজশাহীর দূর্গাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিলে জহিরউদ্দিন (৭০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রোববার দুপুর ৩টার দিকে উপজেলার দূর্গাপুর থানাধীন কিসমতগনকৌড় ইউনিয়নের ঝিনারমোড় এলাকায়

 নিহত জহিরউদ্দিন(৭০) উপজেলার  রঘুনাথপুর  গ্রামের মৃত সবিরউদ্দীন তালুকদারের ছেলে।  আত্মীয়র বাড়িতে বেড়ানো শেষে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ছিলেন উপজেলার ঝিনারমোড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মহির (১৬) একই এলাকার  নজরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম নিহাল (১৭) ও মজনুর ছেলে মিনহাজ(১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দূর্গাপুর  উপজেলার উজানখলসী গ্রামের তিন তরুণ মোটরসাইকেল যোগে আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। দুপুর ৩টার দিকে মোটরসাইকেল যোগে ফিরে যাওয়ার সময় উপজেলার ঝিনার মোড়  এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জহিরউদ্দীনকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন দূর্গাপুর থানা পুলিশকে জানিয়ে আহতকে রামেকে ভর্তি করেন পরে  আহত ব্যাক্তির মৃত্যু হয়। দূর্গাপুর  থানা পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। 

দূর্গাপুর  থানার অফিসার ইনচার্জ ওসি খুরশিদা বানু কণা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছিলাম। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ