Header Ads Widget

করোনাকালে শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারে অনলাইন ভূমিকা রাখছে -মোস্তাফিজুর রহমান এমপি


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : শিক্ষক, শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে ঝুঁকিমুক্ত রেখে শিক্ষার কার্যক্রমকে পুনরুদ্ধারে অনলাইন ভূমিকা রাখছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে করোনাভাইরাসের সূচনা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজে অনলাইনের মাধ্যমে (ভার্চুয়াল) ঘরে বসে শিক্ষাগ্রহণ করছে শিক্ষার্থীরা। এসময়ে শিক্ষার্থীদের মেধা সচল রাখতে অনলাইনের ভূমিকা অপরিসীম। 


গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইন প্রাইমারী স্কুলের উদ্বোধনকালে মুঠোফোনে (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।


বেলা ১২টায় উপজেলা পরিষদের পুরাতন ভবনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নিদের্শনায় অনলাইন প্রাইমারী স্কুলের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা ইন্সট্রাক্টর মো. মোফাখ্খারুল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মোনোয়ার রুবী, প্রধান শিক্ষক শামীমা নাসরিন, সহকারী শিক্ষক শিরীন বকুল প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া বলেন, শিক্ষকদের উদ্যোগে সরাসরি স্থানীয় টেলিভিশনে প্রচারের মাধ্যমে অনলাইনে ক্লাসের জন্য স্টুডিও করা হয়েছে। প্রতিদিন বিকাল তিনটা থেকে স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন ক্লাস প্রদর্শন করা হবে। এতে গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ করতে সহায়তা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ