Header Ads Widget

বে-সরকারী সংস্থা রানির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার বিজয়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  ও আত্রাই উপজেলার বান্দাইখাড়া বদ্ধভূমি চত্বরে এবং ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সহ্রাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন। রবিবার বিকেলে ও সোমবার সকালে লাইফ নমিজান আত্তাবী ফাউন্ডেশান এর সহযোগিতায় বে সরকারী সংস্থা রানি এর আয়োজন করে। 

এসময় দাতা সংস্থা লাইফ এর এশিয়ার সমন্বয়কারী ইসহাক আলী সোহেল, নমিজান আত্তাবী ফাউন্ডেশানের প্রধান নির্বাহী জোনায়েদ আহমেদ, সোস্যাল এইডের প্রধান নির্বাহী বাবুল আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ