Header Ads Widget

ট্রাম্প পরিবারে করোনা হানা, স্বয়ং ট্রাম্পকে নিয়েও শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনা ভাইরাস নিয়ে যখন একের পর এক ভুতুড়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক এমন সময়ই তাঁকে শুনতে হলো দুঃসংবাদ। তার নিজেই বড় ছেলের প্রেমিকার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর তাতে করে গোটা ট্রাম্প পরিবারই এখন শঙ্কাগ্রস্ত। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গার্লফ্রেন্ড ৫১ বছর বয়সী কিমবার্লে গুইলফলয়ে করোনা শনাক্তের পর থেকেই আইসোলেশনে আছেন। তবে ট্রাম্প জুনিয়র এখনও আক্রান্ত কিনা তা নিশ্চিত নয়।

ফক্স নিউজ টেলিভিশনের তারকা কিমবার্লে করোনায় আক্রান্তের খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উদ্বেগ বেড়েছে মার্কিন প্রশাসনের। অন্তত ট্রাম্প নিজে যেন আক্রান্ত না হন সেজন্য সব ধরনের তোড়জোর চলছে।

এদিকে ট্রাম্পপুত্র জুনিয়র ট্রাম্পও এখন আইসোলেশনে আছেন। তবে তার মধ্যে কোনও উপসর্গ নেই।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আক্রান্ত হলেন তারই পুত্রবধূ কিমবার্লে। এর আগে ট্রাম্পের সংস্পর্শে আসার পর আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন।



নিচে ইংরেজি অনুবাদ পড়ুন...

Translate English




Don't attack the Trump family, worry about Trump himself

International Desk:
The bad news came when US President Donald Trump was making one sporadic speech after another about the novel Corona virus. Kovid-19 has been identified in the body of his eldest son's lover. And the whole Trump family is worried about that now.


The New York Times reports that Trump's eldest son, Donald Trump Jr.'s girlfriend, has been in isolation since the 51-year-old Kimberly Guilfoy was identified as Corona. But it’s not certain whether Trump Jr. is still attacked.The U.S. administration has raised concerns about President Donald Trump after Fox News television star Kimberly Corona reported the attack. At least all sorts of harassment is going on so that Trump himself is not attacked.

Meanwhile, Trump's son Trump Jr. is also in isolation now. However, he has no symptoms.

His daughter-in-law, Kimberley, was the third person to come in contact with Trump, according to US media reports. Earlier, two more corona were identified after coming in contact with Trump.

The global epidemic novel corona virus has so far caused the most cases and deaths in the United States. So far 29 lakh 35 thousand 770 people have been infected with Covid-19 in the country. 1 lakh 32 thousand 318 people died.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ