প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় তিন শতাধিক দুস্থ সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আওতাধিন সীমান্তবর্তী খানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবি দিনাজপুর সেক্টরের সহযোগিতায়, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবং বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্থ সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জহিরুল হক খান।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি), কম্পানী কমান্ডার মো. ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, প্রধান শিক্ষক মো. কোকসেদুল হকসহ স্থানীয় সুধিজন।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) বলেন, করোনাভাইরাসের প্রভাবের পাশাপাশি বন্যার কারণে দুর্ভোগে পড়া ৩ ০০ জন সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একইভাবে গত বুধবার (১৫ জুলাই) সকালেও বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে ২০০ জন দুস্থ সীমান্তবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য...ধন্যবাদ